ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এস এস সি পরীক্ষার পড়াশোনা

প্রকাশিত: ০৭:২৩, ১৩ জানুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৯৭০-৭১ সালের নির্বাচনে বিজয়ী জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য দ্বারা মুজিবনগর সরকার গঠন করা হয়। মুক্তিযুদ্ধ পরিচালনা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করা ছিল এ সরকারের প্রধান উদ্দেশ্য। মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ শহরে (কলকাতা, দিল্লি , লন্ডন, ওয়াশিংটন, নিউইয়র্ক, স্টকহোম) বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করে এবং এ সরাকারের পক্ষে প্রচারণা ও সমর্থন আদায়ের চেষ্টা করে। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধকে সঠিকভাবে পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে। এছাড়া বেশ কিছু সাব- সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়। এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমান বাহিনীর সদস্যগণ এবং প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। এরা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল। এসব বাহিনীতে দেশের ছাত্র, যুবক, নারী, কৃষক, রাজনৈতিক দলের কর্মী-সমর্থক, শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাগণ মুজিবনগর সরকারের নেতৃত্বে দেশকে পাকিস্তানিদের দখলমুক্ত করার জন্য রণক্ষেত্রে যুদ্ধ করেছেন। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলজেরিয়ার আন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা ও বাংলাদেশের গঠিত মুজিবনগর সরকারের ভূমিকা একই প্রকৃতির ছিল। বহুনির্বাচনী প্রশ্ন: ১. মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী কে ছিলেন? ক) এম. মনসুর আলী খ) তাজউদ্দীন আহমদ গ) খন্দকার মোশতাক আহমেদ ঘ) এ.এইচ. এম কামরুজ্জামান ২. ইয়াহিয়া খানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করাটা কোন প্রকৃতির সিদ্ধান্ত ছিল? ক) ষড়যন্ত্রমূলক খ) যৌক্তিক গ) আলোচনাপ্রসূত ঘ) স্বৈরাচারী ৩. উপরের? চিহ্নিত বক্সে কার নাম বসবে? ক) এম এ জি ওসমানী খ) হোসেন সোহরাওয়ার্দী গ) মোজাফফর আহমদ ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪. মুক্তিযুদ্ধভিত্তিক গান, কবিতা, নাটক ও অন্যান্য অনুষ্ঠান যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের- র) সাহস জুগিয়েছে রর) শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করেছে ররর) মনোবল ভেঙ্গে দিয়েছে। নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, ররও ররর ৫.যুদ্ধবিধস্ত স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব নেয় কোন সরকার? ক) বঙ্গবন্ধু সরকার খ) সামরিক সরকার গ) অস্থায়ী সরকার ঘ) মোশতাক সরকার ৬.বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি শাসনব্যবস্থা প্রবর্তন করা হয় কীভাবে? ক) ১৯৬৬ ছয় দফার ভিত্তিতে খ) ১৯৭০ এর নির্বাচনের ভিত্তিতে গ) ১৯৭১ এর ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র দ্বারা ঘ) সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের অনুচ্ছেদটি ্পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও : মুক্তিযুদ্ধে সালাম সাহেব সংক্ষিপ্ত প্রশিক্ষণ নিয়ে হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। যুদ্ধের পূর্বে তিনি পেশাগত জীবনে চিত্রশিল্পী ছিলেন। সুন্দর ছবি আঁকায় তিনি মগ্ন থাকতেন ৭. মুক্তিযুদ্ধে সালাম সাহেব কাদের প্রতিনিধিত্ব করেন? ক) দিনমজুরের খ) প্রবাসি বাঙালিদের গ) পেশাজীবীদের ঘ) শিক্ষকদের ৮.উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে অংশ নেয়- র) প্রত্যক্ষ ভাবে রর) পরোক্ষভাবে ররর) খালি হাতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, ররও ররর ৯. ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশে কোন ধরনের সরকার বিরাজমান ছিল? ক) গণতান্ত্রিক খ) সমাজতান্ত্রিক গ) রাজতান্ত্রিক ঘ) সামরিক ১০. বাংলাদেশের ইতিহাসে প্রথম কবে অগণতান্ত্রিক সরকার ক্ষমতা দখল করে? ক) ৯৯৭৫ সালে খ) ১৯৭৬ সালে গ) ২০০৭ সালে ঘ) ২০০৮ সালে ১১.অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্যে বঙ্গবন্ধু সরকার যে সকল পদক্ষেপ গ্রহণ করেছিল তা হলোÑ র) অর্থনৈতিক পাঁচশালা পরিকল্পনা গ্রহণ রর) কৃষি জমির খাজনা মওকুক করা ররর) গণ পরিষদ গঠন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
×