ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:২০, ১৩ জানুয়ারি ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

বিষয়: দৈনন্দিন বিজ্ঞান ১. সবচেয়ে হালকা ধাতু কোনটি? ক) হাইড্রোজেন খ) হিলিয়াম গ) লিথিয়াম ঘ) ওসমিয়াম ২. নিচের কোনটি কীটপতঙ্গ বিদ্যা? ক) এভিকালচার খ) পিসিকালচার গ) নিটোমলজি ঘ) এনথ্রালজি ৩. নিচের কোনটি গ্যাসের চাপ নির্ণায়ক বস্তু? ক) এনিওমিটার খ) ম্যানোমিটার গ) পাইরোমিটার ঘ) হাইগ্রেমিটার ৪.ক্রায়োজনিক্র কি? ক) ১৫০ এর নিচে শীতল করার পদ্ধতি খ) ১৪৩ এর নিচে শীতল করার পদ্ধতি গ) ১৭৩ এর নিচে শীতল করার পদ্ধতি ঘ) ২০০ এর নিচে শীতল করার পদ্ধতি ৫. তাপমাত্রা বাড়লে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য শব্দের দ্রুতি বৃদ্ধি পায়- ক) ০.০১ মিটার/ সেকেন্ড খ) ০.০৬ মিটার/ সেকেন্ড গ) ০.৬ মিটার / সেকেন্ড ঘ) কোনটিই নয় ৬. মটরগাড়ীর হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয়? ক) উত্তল খ) অবতল গ) সমতল ঘ) গোলতল ৭.পচা ডিমে কোন গ্যাস তৈরী হয়? ক) হাইড্রোজেন সালফাইড খ) অ্যামোনিয়াম নাইট্রেট গ) নাইট্রাস অক্্রাইড ঘ) ফানজিন ৮. ইছামতি কোন ধরনের ফসল? ক) মরিচ খ) সরিষা গ) কলা ঘ) ধান ৯. ভাজ্য তেলে কোনটি প্রবেশ করালে ডালডা তৈরি হয়? ক) উদ্ভিদ চর্বি খ) মিল্ক ফ্যাট গ) অক্সিজেন ঘ) হাইড্রোজেন ১০.মানুষের রক্তের প্রতি ঘন সেন্টিমিটারে কি পরিমাণ প্লেটলেট থাকে? ক) ৮০ হাজার খ) ১ লাখ ২০ হাজার গ) ১ লাখ ৮০ হাজার ঘ) ২ লাখ ৫০ হাজার ১১. মানবদেহে প্রতিদিন আয়োডিনের চাহিদা কতটুকু? ক) ২০-৩০ মাইক্রোগ্রাম খ) ৭০-৮০ মাইক্রোগ্রাম গ) ১৫০-২০০ মাইক্রোগ্রাম ঘ) ২৫০-৩০০ মাইক্রোগ্রাম ১২. মানুষের মেরুদ-ে কতখানা হাড় আছে। ক) ৯টি খ) ১৬টি গ) ৩৩টি ঘ) ৩৫ টি ১৩. জীবাণু সার জমিতে কিসের অভাব পূরণ করে? ক) নাইট্রোজেন খ) ফসফরাসের গ) জিঙ্কের ঘ) পটাসিয়াম ১৪. কৃত্রিম উপায়ে ফল পাকাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? ক) ফর্মালিন খ) ইথিলিন গ) ১.২ ডাইক্লোরো প্রোফেন ঘ) স্পিরিট ১৫. আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে- ক) লালা খ) পেপসিন গ) লাইপেজ ঘ) অ্যামাইলেজ ১৬. প্রতিফলিত শব্দকে বলা হয়- ক) কোলাহল খ) তীক্ষ্মতা গ) প্রতিধ্বনি ঘ) বিস্তার ১৭. কাঠের আগুন হতে যে তাপ বিকীর্ণ হয় তা হলো- ক) গামা রশ্মি খ) অতিবেগুনী রশ্মি গ) অবলোহিত রশ্মি ঘ) আলোক তরঙ্গ ১৮. জেনেটিক্স এর জনক কে? ক) এরিস্টটল খ) লিনিয়াস গ) মেন্ডেল ঘ) বেনথাম ১৯.ডিভিডি এর সাধারণ ধারণ ক্ষমতা কত? ক) ৪.৭ গিগাবাইট খ) ৭.৪ গিগাবাইট গ) ৯.৩ গিগাবাইট ঘ) ১০.২৪ গিগাবাইট ২০. কোনটি ভাইরাস জনিত রোগ নয়? ক) এইডস, হাম খ) জলাতঙ্ক, বসন্ত গ) পোলি ও, হার্পিস ঘ) ডিপথেরিয়া, হুপিংকাশি উত্তর: ১.গ ২.গ ৩.খ ৪.ক ৫.গ ৬.ক ৭.ক ৮.ঘ ৯.ঘ ১০.ঘ ১১.গ ১২.গ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.গ ১৭.গ ১৮.গ ১৯.ক ২০.ঘ ২১.খ ২২.গ ২৩.ঘ
×