ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ডিজিটাল সেন্টার সেমিনার

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ জানুয়ারি ২০১৫

ডিজিটাল সেন্টার সেমিনার

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১২ জানুয়ারি ॥ ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবা প্রদান এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা’ শীর্ষক সেমিনার পটুয়াখালীর কলাপাড়ার ডালবুগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আঃ সালাম সিকদার। সেমিনারে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপরেখা ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করেন। আলুর কেজি চার টাকা স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ আলুর বা¤পার ফলনেও মাথায় হাত পড়েছে উত্তরের রংপুর- দিনাজপুর কৃষি অঞ্চলের আট জেলার কৃষকদের। গত বছরের ন্যায় এবারও বিরোধী রাজনীতির গ্যাড়াকলের টানা অবরোধে বিপাকে ফেলেছে কৃষকদের। দেশের উত্তরাঞ্চলের আট জেলায় এ বছর আলুর বা¤পার ফলন হয়েছে। এবার কৃষকরা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলু আবাদ করেছে। রংপুর ও দিনাজপুর কৃষি অঞ্চলের আট জেলায় এবার ১ লাখ ৬৬ হাজার ২২৬ হেক্টরে আবাদ হয়েছে। স্টামফোর্ড ভার্সিটি বার্ড-এর মধ্যে চুক্তি ১০ জানুয়ারি স্টামফোর্ড ভার্সিটি বাংলাদেশ ও বার্ড-এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্টামফোর্ড ভার্সিটির পক্ষে প্রতিষ্ঠাতা, সাবেক উপাচার্য ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এমএ হান্নান ফিরোজ এবং বার্ড-এর পক্ষে ডিরেক্টর জেনারেল মশিউর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তির ফলে দুই প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষা ও রিসার্চ বিষয়ক কার্যক্রম সম্পন্ন হবে। -বিজ্ঞপ্তি শেরপুরে যুবলীগ নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১২ জানুয়ারি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ অফিসে হামলা ও ভাংচুরের ঘটনার অন্যতম হোতা সাবেক যুবলীগ নেতা আবু তাহের (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে নকলা এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে ঝিনাইগাতী থানা পুলিশ। আবু তাহেরকে দু’টি মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।
×