ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফের শীর্ষে জুভেন্টাস, গোল করে টট্টির সেলফি

প্রকাশিত: ০৬:১১, ১৩ জানুয়ারি ২০১৫

ফের শীর্ষে জুভেন্টাস, গোল করে টট্টির সেলফি

স্পোর্টস রিপোর্টার ॥ পয়েন্ট তালিকার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে জুভেন্টাস। রবিবার হাইভোল্টেজ ম্যাচে স্বাগতিক নেপোলিকে ৩-১ গোলে হারায় আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত পাঁচবার সিরি এ চ্যাম্পিয়ন হয়েছে জুভেন্টাস। কিন্তু ১৫ বছরের মধ্যে নেপোলির মাঠে এই প্রথম জয় পেয়েছে জুভেন্টাস। ল্যাজিওর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রোমা। আর ইন্টার মিলান ৩-১ গোলে হারিয়েছে জেনোয়াকে। ১৮টি করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে জুভেন্টাস। তাদের ভা-ারে জমা ৪৩ পয়েন্ট। ৪০ পয়েন্ট নিয়ে রোমা আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা ল্যাজিরও পয়েন্ট ৩১। আর ৩০ পয়েন্ট নিয়ে নেপোলি আছে চতুর্থ স্থানে। ঘরের মাঠ স্টাডিও সান পাওলোতে জুভেন্টাসকে আতিথেয়তা দেয় নেপোলি। আর ২০০০ সালের পর এ মাঠে কোন জয় না পাওয়া দলটি পল পোগবার ২৯ মিনিটের অসাধারণ ভলিতে এগিয়ে যায়। বিরতির পর ৬৪ মিনিটে নেপোলির হয়ে সমতাসূচক গোল করেন মিগুয়েল অ্যাঞ্জেল ব্রিটোস। তবে পাঁচ মিনিট পর অভিজ্ঞ ফুটবলার আন্দ্রে পিরলোর পাস থেকে ২-১ গোলে জুভেন্টাসকে এগিয়ে নেন মার্টিন সাসেরেস। আর খেলার নির্ধারিত সময় শেষে অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন আর্টুরো ভিদাল। ল্যাজিওর বিরুদ্ধে বিচিত্রভাবে গোল উদযাপন করেছেন রোমার ফরোয়ার্ড ফ্রান্সেসকো টট্টি। ম্যাচে গোল করার পর মুঠোফোনে সেলফি তুলেন ইতালির এই সাবেক তারকা। ল্যাজিওর জালে ব্যক্তিগত দ্বিতীয় গোল করার পর টট্টিকে দলের এক কোচিং স্টাফ মুঠোফোন দেন। এই দুই গোলের সাহায্যে সিরি এ তে নিজের গোল সংখ্যা ২৩৯ এ নিয়ে গেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। দারুণ মাইলফলক স্মৃতির পাতায় ধরে রাখতে ফোন হাতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন রোমা অধিনায়ক। দুই গোলে পিছিয়ে পড়েও টট্টির নৈপুণ্যে নগর প্রতিবেশী ল্যাজিওর সঙ্গে ড্র করে রোমা। ৪৮ মিনিটে দারুণ কোনাকুনি শটে গোল করে রোমাকে ম্যাচে ফেরান টট্টি। ৬৪ মিনিটে পোস্টের খুব কাছাকাছি থেকে নিখুঁত শটে রোমাকে ২-২ গোলে সমতায় ফেরান তিনি।
×