ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আনন্দ দিয়ে আয়

প্রকাশিত: ০৫:৫৯, ১৩ জানুয়ারি ২০১৫

আনন্দ দিয়ে আয়

বিচিত্র স্বভাব আর বিচিত্র পেশার মানুষের বিচরণ রাজধানী ঢাকায়। বেঁচে থাকার প্রয়োজনে যোগ্যতা অনুযায়ী কাজ করে জীবিকা নির্বাহ করেন এখানকার অধিবাসী। চলমান অবরোধ ও রাজনৈতিক অস্থিরতার কারণে অনন্যোপায় হয়ে রোজগার করতে পথে নেমেছেন মনির মিয়া। নিজের হাতিটিকে দিয়ে শিশুদের আনন্দ যুগিয়ে বেঁচে থাকায় শেষ অবলম্বন করেছেন মনির। হাতির ওপরে উঠিয়ে বা কিছু সময়ে জন্য চড়িয়ে শিশুদের কাছ থেকে যে টাকা পান মনির তা দিয়ে চালাচ্ছেন সংসার। রাজধানীর উত্তরা থেকে ছবিটি তোলেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×