ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই হাজার টন ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

প্রকাশিত: ০৫:১২, ১৩ জানুয়ারি ২০১৫

দুই হাজার টন ভোজ্যতেলের ভ্যাট প্রত্যাহার

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্জেন্টিনা থেকে আমদানিকৃত দুই হাজার মেট্রিক টন পরিশোধিত সয়াবিন তেলের ওপর থেকে চার শতাংশ মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে শুধুমাত্র ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানিকৃত দুই হাজার মেট্রিক টন সয়াবিন তেলের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য। সম্প্রতি এনবিআরের প্রথম সচিব (মূসক) মোহাম্মদ ফাইজুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ ভ্যাট প্রত্যাহার করা হয়। এনবিআর থেকে জারি প্রজ্ঞাপনে বলা হয়, টিসিবি কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং স্বল্পমূল্যে সাধারণের নিকট পণ্য পৌঁছানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। তাই টিসিবির আমদানিকৃত পরিশোধিত দুই হাজার মেট্রিক টন সয়াবিন তেল জনসাধারণ, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, ট্রেড ও ডিলিং লাইসেন্স হোল্ডারদের মধ্যে বিক্রির ক্ষেত্রে চার শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। সাড়ে পাঁচ বছরের মধ্যে তেলের দাম সর্বনিম্ন অর্থনৈতিক রিপোর্টার ॥ এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামের আরেক দফা পতন ঘটেছে। দুর্বল চাহিদা এবং মাত্রাতিরিক্ত সরবরাহ অব্যাহত থাকায় সাড়ে পাঁচ বছরের মধ্যে তেলের দাম সবচেয়ে কমে গেছে। ফেব্রুয়ারিতে সরবরাহের জন্য তেলের দাম ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে আরো ৮১ সেন্ট হ্রাস পেয়ে সোমবার ব্যারেল প্রতি ৪৭.৫৫ ডলারে এসে ঠেকেছে। অন্যদিকে ব্রেন্টে দাম ৯০ সেন্ট কমে দাঁড়িয়েছে ৪৯.২১ ডলারে। সিংগাপুরের বিনিয়োগ বিশ্লেষক ফিলিপ ফিউচারস জানান, বাজারের কোনো মৌলিক পরিবর্তন ঘটেনি। অতিরিক্ত সরবরাহ এবং দুর্বল চাহিদা আগের মতোই বিরাজ করছে। তিনি জানান, তেলের দাম চলতি সপ্তাহ আরেক দফা নেমে ৪৫ থেকে ৪৮ ডলারে এসে ঠেকতে পারে বলেও আশংকা করা হচ্ছে। এদিকে সিংগাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক বলেছে, বাজারে অতিরিক্ত সরবরাহ থাকলেও প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোর উৎপাদন কমানোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
×