ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টি২০ সিরিজ ক্যারিবীয়দের ॥ গেইল ঝড়ে ফের পরাজিত দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত: ০৭:০৬, ১২ জানুয়ারি ২০১৫

টি২০ সিরিজ ক্যারিবীয়দের ॥ গেইল ঝড়ে ফের পরাজিত দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস রিপোর্টার ॥ রেকর্ড রানের ম্যাচে ব্যাটিং তকমটা ভালই দেখাল দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দুু’দলই। তবে চার আর ছক্কার ফুলজুরির ম্যাচে চমক-কৃতিত্ব ক্যারিবীয়দেরই। সিরিজের দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার গড়া ২৩১ রানের বিশাল সংগ্রহ ম্লান করে ম্যাচ, সিরিজ জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাও ৪ বল বাকি থাকতেই ম্যাচের পর্দা নামিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ ২৩৬ রান করে চার উইকেটের জয় ছিনিয়ে। বেচারা ডু প্লাসিসের সেঞ্চুরিটাও ভেস্তে গেছে এই পরাজয়ে। গত ম্যাচের মতো এদিনও দানবীয় এক ইনিংস খেলেন ক্রিস গেইল ৪১ বলে ৯০ রান। তবে জয়ের পেছনে মারলন স্যামুয়েলসের ৩৯ বলে ৬০ রানের কৃর্তিও বিরাট ভূমিকা রাখে। মূলত এ দু’জনের কাছেই হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। গেইল ৯ চার ও ৭ ছক্কা এবং স্যামুয়েলস ৭ চার ও দুই ছক্কায় তুলোধুনো করেন প্রোটিয়া বোলারদের। যদিও আরও মারমুখী ছিলেন ডু প্লাসিস। তিনি শতক (১১৯) হাঁকিয়েছেন ৫৬ বলে। এর মধ্যে রয়েছে ১১ চার আর ৫ ছক্কা। জোহানেসবার্গের এই পরাজয় সঙ্গত কারণে ডু প্লাসিসের জন্যও অনেক কষ্টের। উল্লেখ্য, আগের ম্যাচে ১৬৫ রান করে গেইলের ব্যাটিং তা-বে (৩১ বলে ৭৭ রান) হার মনেছিল স্বাগতিক দল। দক্ষিণ আফ্রিকা ॥ ২৩১/৭ (২০ ওভার)। ডু প্লাসিস ১১৯, মিলার ৪৭। ওয়েস্ট ইন্ডিজ ॥ ২৩৬/৬ (১৯.২ ওভার)। গেইল ৯০, স্যামুয়েলস ৬০, সামি ২০ (অপ.)। ফল ॥ ওয়েস্ট ইন্ডজ ৪ উইকেটে জয়ী।
×