ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জে আগুন ॥ ক্ষতি ১০ লাখ টাকা

প্রকাশিত: ০৫:৩২, ১২ জানুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জ ও কিশোরগঞ্জে  আগুন ॥ ক্ষতি  ১০ লাখ টাকা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ বন্দরে সংখ্যালঘুর গরুর খামারে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৬টি গরু দগ্ধ হয়েছে। রবিবার ভোরে মাহমুদ নগর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় থানায় খামার মালিক সুভাষ দাস বাদী হয়ে অভিযোগ দায়ের করে। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। খামার মালিক জানান, তিনি দীর্ঘদিন যাবত গরুর খামার করে দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। নিজস্ব সংবাদদাতা কিশোরগঞ্জ থেকে জানান, কিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকা-ে ৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে মালামাল ও গবাদি পশুসহ ৬ লক্ষাধিক টাকা পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার গভীর রাতে সদর উপজেলার বৌলাই ইউনিয়নের মৈশাখালী গ্রামের খুরশিদ উদ্দিন, মন্নাফ মিয়া ও আক্কাছ মিয়ার বসতঘরে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে আশপাশের অন্যান্য বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে থাকা ৩টি গরু, ৬টি ছাগল, ১৪টি হাঁস, ২০টি মোরগ-মুরগি, নগদ ৩০ হাজার টাকা, ৩ মণ চাল, ১৫ মণ ধান আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
×