ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় লবণসহিষ্ণু পাট আবাদের উদ্যোগ

প্রকাশিত: ০৫:৩১, ১২ জানুয়ারি ২০১৫

কলাপাড়ায় লবণসহিষ্ণু  পাট আবাদের উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১১ জানুয়ারি ॥ সাগরপাড়ের সিডর-আইলা বিধ্বস্ত কলাপাড়ায় কৃষক পর্যায়ে পতিত জমিতে লবণসহিষ্ণু জাতের পাটের আবাদের উদ্যোগ নেয়া হয়েছে। এ বছরের এপ্রিল-মে মাসে পরীক্ষামূলকভাবে পাঁচটি ইউনিয়নের ২৫০ চাষীর জমিতে লবণসহিষ্ণু জাতের পাট চাষ করা হবে। প্রায় ২৫ একর পতিত জমি লবণসহিষ্ণু পাট আবাদের আওতায় আসবে। কৃষককে আর্থিকভাবে লাভবানের সুযোগের পাশাপাশি ব্যাপকভাবে সোনালি আঁশ পাট আবাদের জন্য সরকারীভাবে এ উদ্যোগ নেয়া হয়েছে। পাখিমারা পাট গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরে বর্তমান সরকারের কৃষক পর্যায়ে পাটের আবাদের এমন উদ্যোগে কৃষকের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। ফলে উজ্জ্বল সম্ভাবনা সৃষ্টি হয়েছে এ অঞ্চলে বাণিজ্যিকভাবে পাটের আবাদে। এখানকার ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদ আল হোসেন জানান, ইতোমধ্যে পাটের একটি লবণসহিষ্ণু জাতের উদ্ভাবন করা হয়েছে, যা জাতীয় বীজ বোর্ডের সভায় অনুমোদন পেয়েছে। এছাড়া আরও উচ্চ লবণসহিষ্ণু চারটি লাইন উদ্ভাবন করা হয়েছে, যা এ বছর পরীক্ষামূলকভাবে চাষীর জমিতে আবাদের উদ্যোগ নেয়া হয়েছে।
×