ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মামলা তুলে না নেয়ায় বিধবার ওপর এ্যাসিড নিক্ষেপ

প্রকাশিত: ০৫:২৯, ১২ জানুয়ারি ২০১৫

মামলা তুলে না নেয়ায় বিধবার ওপর  এ্যাসিড নিক্ষেপ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১১ জানুয়ারি ॥ জমিসংক্রান্ত বিরোধ, আদালতে একাধিক মামলা দায়ের ও হুমকির পর তা প্রত্যাহার না করায় হবিগঞ্জের পল্লীতে দুর্বৃত্তদের ছোড়া এ্যাসিডে শামছুন্নাহার নামে এক বিধবা দগ্ধ হয়েছেন। শনিবার রাত পৌনে ৯টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা বড়চর গ্রামে এ নির্মম ঘটনাটি ঘটে। গুরুতর আহত শামছুন্নাহার এখন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুলিশ জানায়, ওই গ্রামের বাসিন্দা প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল শামছুন্নাহারের। এ নিয়ে রহিমের বিরুদ্ধে এ পর্যন্ত ৪টি মামলাও করেন শামছুন্নাহার। ফলে মামলাগুলো তুলে নেয়ার জন্য রহিম গং বাদিনীকে নানাভাবে চাপ সৃষ্টিসহ হত্যার হুমকি দিয়ে আসছিল। কিন্তু তাতে কর্ণপাত না করায় শনিবার রাতে বাদিনীর ঘরে ঢুকে তার ওপর এ্যাসিড নিক্ষেপ করে ওই পক্ষ। এদিকে ঘটনার সঙ্গে অভিযুক্ত কাউকে এখনও পুলিশ গ্রেফতার করেনি বলে শামছুন্নাহারের পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। তবে পুলিশ বলছে,তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
×