ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষা কার্যক্রম ব্যাহত ॥ উত্তেজনা

হোটেল কর্মচারী স্কুলের সভাপতি ॥ রাজিবপুরে বিক্ষোভ

প্রকাশিত: ০৫:২৯, ১২ জানুয়ারি ২০১৫

হোটেল কর্মচারী স্কুলের সভাপতি ॥ রাজিবপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে ॥ রাজীবপুর উপজেলার নয়াচর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটিতে মোকবুল হোসেন নামের এক হোটেল কর্মচারীকে সভাপতি করাকে কেন্দ্র করে অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষককে দায়ী করে এলাকাবাসী নয়াচর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলের এক পর্যায় অভিযুক্ত প্রধান শিক্ষক রুহুল ইসলাম বকুল মিছিলের সামনে পড়লে বিক্ষোভকারীরা তাকে ধাওয়া করে। পরে তারা স্কুলে তালা ঝুলিয়ে দেয়। প্রধান শিক্ষক বিতর্কিত সভাপতিকে পরিবর্তনের প্রতিশ্রুতি দেয়ায় রবিবার তালা খুলে দেয় বিক্ষুব্ধরা। অভিযোগে জানা গেছে, রাজিবপুর নয়াচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পূর্ণ অনিয়ম ও কৌশল অবলম্বন করে নিরক্ষর চায়ের দোকানের কর্মচারী মোকবুল হোসেনকে স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচন করেন। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলামের সঙ্গে যোগসাজসে করে এ কাজ সম্পন্ন করে। এ খবর ছড়িয়ে পড়লে অভিভাবক ও এলাকাবাসীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তাঁরা অভিযোগ করেন, জামায়াতের সক্রিয় নেতা প্রধান শিক্ষক রুহুল ইসলাম নিজের অনিয়ম-দুর্নীতি ঢাকতে নিরক্ষর ব্যক্তিকে সভাপতি নির্বাচন করেন। প্রধান শিক্ষক রুহুল ইসলাম বকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কোন অনিয়ম করা হয়নি। কমিটির সদস্যরাই তাকে সভাপতি করেছেন। আমি একা তো আর সভাপতি করতে পারব না। বিক্ষুব্ধদের থামাতে সভাপতি পরিবর্তনের চেষ্টা করবো বলে জানিয়েছি।’ মোকবুল হোসেন বলেন, ‘সভাপতি কে হবে এ নিয়ে বিরোধ বাঁধলে সব সদস্য মিলেই তো আমাকে সভাপতি বানিয়েছে।’ এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘নির্বাচিত অভিভাবক সদস্য ও অন্যরা মিলে তাকে সভাপতি করেছে। এখানে আমার করার কিছুই নেই।’
×