ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে সরকারী নির্দেশ উপেক্ষিত ॥ অফিসে বসে না কেউ

প্রকাশিত: ০৫:২৮, ১২ জানুয়ারি ২০১৫

বরিশালে সরকারী নির্দেশ উপেক্ষিত ॥ অফিসে বসে না কেউ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সরকারী নির্দেশ উপেক্ষা করে দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপ উপজেলা বরিশালের মেহেন্দিগঞ্জের ১৩টি ইউনিয়ন পরিষদের মধ্যে স্থায়ী কার্যালয় থাকা তিনটি ইউপি ভবনের দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তারা দীর্ঘদিন থেকে অফিস ফাঁকি দিয়ে উপজেলা সদরে বসবাস করায় প্রতিনিয়ত সেবা গ্রহীতাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এতে প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণকে সেবা পেতে অতিরিক্ত অর্থ ব্যয় করে উপজেলা সদরে ওইসব কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ অপারেশন ম্যানুয়াল নীতিমালা অনুযায়ী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের টিউবওয়েল মেকানিক, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার, ভেটেরিনারি ফিল্ড অফিসার ও এ্যাসিস্ট্যান্ট (কৃত্রিম প্রজননকারী) ইউনিয়ন সমাজকর্মী, আনসার ও ভিডিপি দলনেতার জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদ ভবনে নির্ধারিত অফিস কক্ষে বসে সেবা দেয়ার নির্দেশ রয়েছে। কিন্তু দীর্ঘদিনেও এসব কর্মকর্তার কোন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস করতে দেখা যায়নি। বিদ্যানন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার খান জানান, সাধারণ মানুষের সরকারী সেবা নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখিত দফতরের কর্মকর্তাদের তাদের জন্য নির্দিষ্ট কক্ষে অফিস করার জন্য একাধিকবার অনুরোধ করা সত্ত্বেও কোন সুফল মেলেনি।
×