ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবৈধ বালু উত্তোলন

নীলফামারীতে হুমকির মুখে বেইলি ব্রিজ

প্রকাশিত: ০৫:২৮, ১২ জানুয়ারি ২০১৫

নীলফামারীতে হুমকির মুখে বেইলি ব্রিজ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চারালকাটা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। অভিযোগ মতে প্রতিদিন প্রভাবশালী মহল বালু উত্তোলন করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলা সড়কের সরনজাবাড়ি এলাকায় স্থাপিত একটি বেইলি ব্রিজসহ নদী শাসনে নির্মিত পানি উন্নয়নের গাইড বাঁধ হুমকির মুখে পড়েছে। এলাকাবাসী জানায়, কিশোরীগঞ্জ থেকে তারাগঞ্জ হয়ে মহাসড়কের মাধ্যমে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর যাওয়া-আসার একমাত্র সহজ পথ হিসেবে তৎকালীন সময়ে বাহাগিলী ও চাঁদখানা ইউনিয়নের মাঝামাঝি চারালকাটা নদীর সরনজাবাড়ি ঘাটেরপাড়ে ১৯৯৪ সালে নির্মাণ করা হয় বেইলি ব্রিজ। আর এ জন্য চারালকাটা নদী ভাঙ্গন ও শাসনের জন্য গাইড বাঁধ তৈরি করে পানি উন্নয়ন বোর্ড। জরুরীভাবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করা না হলে বেইলি ব্রিজটিও ভেঙ্গে পড়তে পারে। এ ব্যাপারে কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্দিকুর রহমান বলেন, বেশ কিছুদিন আগে অবৈধ বালু ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছিল। এরপরও যদি তারা আবার বালু উত্তোলন করে তাহলে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
×