ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

অনুশীলনের মাধ্যমে স্বপ্নের যাত্রার শুরু আজ

প্রকাশিত: ০৫:২৪, ১২ জানুয়ারি ২০১৫

অনুশীলনের মাধ্যমে স্বপ্নের যাত্রার শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো বিশ্বকাপে অধিনায়ক হয়ে খেলতে নেমেই দলকে বিশেষ কিছু দেয়ার স্বপ্ন মাশরাফি বিন মর্তুজার। এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আরাফাত সানি, তাইজুল ইসলামের স্বপ্ন প্রথমবার বিশ্বকাপের মতো মহা ক্রিকেটযজ্ঞে নিজের নাম ভালভাবেই লিখে রাখা। আবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে তা স্মরণীয় করে রাখার স্বপ্ন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেনের। সেই স্বপ্নের যাত্রা আজ থেকে শুরু হচ্ছে। বিশ্বকাপের উদ্দেশে যে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আজ। এ ক্যাম্পে অবশ্য আপাতত যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান ও তামিম ইকবাল। এমনকি ২৪ জানুয়ারি বিশ্বকাপের উদ্দেশে যে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় উড়াল দেবে, সেই দলের সঙ্গেও না থাকার সম্ভাবনাই রয়েছে এই দুইজনের। সাকিব আল হাসান অস্ট্রেলিয়ায় বিগব্যাশ টি২০ ক্রিকেট লীগে খেলছেন। মেলবোর্ন রেনিগেডসের হয়ে এরই মধ্যে দুই ম্যাচ খেলেছেনও। লীগ পর্বে আরও দুটি ম্যাচ রয়েছে সাকিবের দলের। সেই দুটি ম্যাচ ১৯ জানুয়ারির মধ্যে শেষ হয়ে যাবে। মাত্র ৪ পয়েন্ট এখন পর্যন্ত জোগার করতে পেরেছে মেলবোর্ন রেনিগেডস। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা উড়ে গেছে। সাকিব যদি ১৯ জানুয়ারির পর দেশে ফিরে আসেন, সেক্ষেত্রে দলের সঙ্গে আবার ২৪ জানুয়ারি অস্ট্রেলিয়ায় যেতে পারবেন। আর যদি অস্ট্রেলিয়াতেই থেকে যান, সেক্ষেত্রে দলের সঙ্গে আর যাওয়া হবে না। অস্ট্রেলিয়াতেই দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। তামিম অবশ্য অস্ট্রেলিয়ায় খেলতে যাননি। গেছেন চিকিৎসা করাতে। হাঁটুতে অস্ত্রোপচার শেষে সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া চলছে তামিমের। পুনর্বাসন শেষে দ্রুত যদি দেশে ফিরে আসতে পারেন, সেক্ষেত্রে হয়ত আবারও দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যেতে পারবেন। আর যদি পুনর্বাসন ২৪ জানুয়ারির আগে শেষ না হয়, তাহলে তামিমও অস্ট্রেলিয়া থেকেই দলের সঙ্গে যোগ দেবেন। এই দুইজনকে ছাড়াই আজ অনুশীলন ক্যাম্পে নামতে হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে। আরেকজনের অনুশীলনে নামা নিয়ে শঙ্কা ছিল। তিনি জাতীয় দলের পেসার রুবেল হোসেন। অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা নারী ও শিশু নির্যাতন মামলা যার গলায় এখনও ঝুলছে। তবে বৃহস্পতিবার কারাগারে রুবেলকে পাঠানো হলেও রবিবারই এ পেসার জামিন পেয়ে যান। তাই রুবেলের অনুশীলনে যোগ দেয়ার শঙ্কাও কেটে যায়। প্রধান নির্বাচক ফারুক আহমেদ যখন বলেছেন, ‘সোমবার থেকেই জাতীয় দলের সঙ্গে অনুশীলনে যোগ দেয়ার কথা রুবেলের। আমরা জানি সে এই দিন থেকেই অনুশীলনে যোগ দেবেন।’ তখন রুবেল যে আজই অনুশীলনে যোগ দিচ্ছেন, তাও নিশ্চিত হয়ে যায়। এছাড়া আর কোন ক্রিকেটারেরই অনুশীলনে যোগ না দেয়ার কোন শঙ্কা নেই। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয়, সৌম্য সরকার, মুমিনুল হক, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ অনুশীলনে যোগ দেবেন। এ ক্রিকেটারদের মধ্যে মাহমুদুল্লাহ, মুমিনুলতো অনুশীলন ক্যাম্প শুরুর আগে থেকেই নিজেদের ফিট রাখতে অনুশীলন করে গেছেন। কোচ চন্দ্রিকা হাতুরাসিংহের তত্ত্বাবধানে আজ সকাল থেকে এ অনুশীলন ক্যাম্প দেশ ছাড়ার আগ পর্যন্ত চলবে। এরপর অস্ট্রেলিয়ায় গিয়ে ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশ নামে দলের বিপক্ষে বিসিবির নিজ খরচে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কন্ডিশন, উইকেটের সঙ্গে নিজেদের মানিয়ে নেবে। এ প্রস্তুতি ম্যাচগুলো শেষে বিশ্বকাপে হাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেটারদের গায়ে লাগা শুরু করবে। সিডনিতে ৯ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে যে আইসিসির নির্ধারিত বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১২ ফেব্রুয়ারি একই ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শেষ হয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি মিশন। যে প্রস্তুতি মিশন শুরু হচ্ছে আজ। সেই সঙ্গে স্বপ্ন সফল করার যাত্রাও শুরু হয়ে যাচ্ছে।
×