ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যস্ত স্নিগ্ধ বর্ষা

প্রকাশিত: ০৫:১৭, ১২ জানুয়ারি ২০১৫

ব্যস্ত স্নিগ্ধ বর্ষা

স্টাফ রিপোর্টার ॥ স্নিগ্ধ বর্ষা। এই সময়ে টিভি মিডিয়া বিশেষ করে টিভি নাটকে ব্যস্ত এক অভিনেত্রীর নাম। তবে এ অঙ্গনে পথচলা এক বছরের হলেও এরই মধ্যে খ- এবং ধারাবাহিক মিলিয়ে আটটি নাটকে অভিনয় করে নজরে এসেছেন দর্শকদের। পাশাপাশি একটি চলচ্চিত্রেও অভিনয় করছেন। টিভি নাটক ও চলচ্চিত্রের কাজের ব্যস্ততার কারণে এটিএনবাংলার একটি অনুষ্ঠান উপস্থাপনায় সাময়িক বিরতি নিয়েছেন। সব মিলে টিভি নাটকে বেশি ব্যস্ত সময় পার করছেন স্নিগ্ধ বর্ষা। স্নিগ্ধ বর্ষার মিডিয়ায় পথচলা শুরু হয় পরিচালক আশরাফী মিঠুর ‘চন্দ্রাবতী’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। এরপর একে একে তিনি কাজ করেন শেখ কামালের ‘একাত্তরের মধুমতী’, মিনহাজ অভির ধারাবাহিক ‘কাঁচা বাঁশের ঘর’, অর্গ আমিনের ‘আগন্তুক’, জিহাদ রহমান হিমেলের ‘অপূর্ণতা’, মোস্তফা রহমানের ‘অন্তরালে আমি’, শহীদুল ইসলাম রুনুর ধারাবাহিক ‘অমৃতের ফাঁদ’ প্রভৃতি। বর্তমানে নির্মাণাধীন স্নিগ্ধ বর্ষা অভিনীত নাটকের মধ্যে আছে সালেহ আহমেদ মনার ‘টাচ’, অনুরূপ আইচ রচিত, সালেহ আহমেদ মনা পরিচালিত ও পিঁপড়া প্রডাকশনের নির্মাণাধীন ভালবাসা দিবসের বিশেষ টেলিফিল্ম ‘ফালতু লাভ স্টোরী’ নাটকেও স্নিগ্ধ একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও শহীদুল ইসলাম রুনুর ভালবাসা দিবসের জন্য নির্মিত ‘নিঃশব্দ ভালবাসা’ নাটকে অভিনয় করছেন স্নিগ্ধ। অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও ছোট পর্দায় অংশ নিয়েছেন স্নিগ্ধ বর্ষা। ফৌজিয়া এরিনার পরিচালনায় এটিএন বাংলায় প্রচারিত ‘প্রাণ সিনে মিউজিক’ শিরোনামের অনুষ্ঠানের বিশেষ কয়েকটি পর্ব উপস্থাপনা করেন তিনি। তবে নাটকের ব্যস্ততার কারণে ছেড়ে দেন উপস্থাপনার কাজ। এরই মধ্যে মুক্তিযুদ্ধের একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন স্নিগ্ধ। মুক্তিযুদ্ধভিক্তিক ‘উদীয়মান সূর্য’ চলচ্চিত্রে স্নিগ্ধ বর্ষার অভিনয় দর্শকদের নজর কাড়বে বলে আশা করছেন পরিচালক শফিউল আজম শফিক। তবে স্নিগ্ধ বর্ষা বলেন, আমি নায়িকা নই, অভিনেত্রী হতে চাই। একজন ভাল অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার জন সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। এক্ষেত্রে সংশ্লিষ্টরা মনে করছেন নতুনদের ভিড়ে অনেকেই আসে চলেও যায়। কাজের প্রতি শ্রদ্ধা, শৃঙ্খলাবোধ আর সময়টাকে যদি গুরুত্ব দিতে পারেন তবে অচিরেই স্নিগ্ধ একজন যোগ্য অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। সততা আর নিষ্ঠার মাধ্যমে নিজের যোগ্যতায় স্নিগ্ধ বর্ষা এগিয়ে যাবে তার কাক্সিক্ষত লক্ষ্যে সেই প্রত্যাশা।
×