ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শৈত্য-সহন উৎসব

প্রকাশিত: ০৫:১৫, ১২ জানুয়ারি ২০১৫

শৈত্য-সহন উৎসব

জাপানের টোকিওতে শনিবার বার্ষিক ঠাণ্ডা সহিঞ্চুতা উৎসব উদযাপিত হয়েছে। দেশটির বহু ঈশ্বরবাদী সিনটোজম ধর্মের অনুসারী তরুণ ও বৃদ্ধরা খোলা মঠে একজন অন্যজনের গায়ে ঠাণ্ডা পানি ছিটিয়ে দেন। বড় কোন চৌবাচ্চা থেকে মগে করে পানি সংগ্রহ করে তা অন্যদের গায়ে ঢেলে দেয়া হয়। এটিকে পাপ থেকে শুদ্ধ হওয়ার উৎসব হিসেবে দেখা হয়। জাপানে সিনটোজম মতবাদের প্রচলন ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে। এটি দেশটির সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। -ইউপিআই
×