ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তানে বাস-ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে নিহত ৫৮

প্রকাশিত: ০৫:১৪, ১২ জানুয়ারি ২০১৫

পাকিস্তানে বাস-ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে  নিহত ৫৮

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে রবিবার ভোরে যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। করাচীর কাছে এ সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। গভীর রাতের এ দুর্ঘটনায় অনেকে আহত হয়েছে। খবর এএফপির সংঘর্ষের পর দুটি যানই বিস্ফোরিত হয়ে আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। করাচীর জিন্নাহ হাসপাতালের চিকিৎসক সামি জামালি এএফপিকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ৫৭টির বেশি মৃতদেহ পেয়েছি। প্রায় সব যাত্রীই পুড়ে যাওয়ায় ও অনেকেই একে অপরের সঙ্গে জড়াজড়ি করা অবস্থায় থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ছয়টি শিশুর মৃতদেহ তাদের মা বা আত্মীয়ের শরীরের সঙ্গে সেটে থাকায় দেহগুলো আলাদা করা যাচ্ছে না। ডিএনএ পরীক্ষা ছাড়া নিহতদের পরিচয় শনাক্ত করারও কোন নেই। দুর্ঘটনায় অধিকাংশ যাত্রীর শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে।’ যাত্রীবাহী বাসটি করাচী থেকে মহাসড়কের লিঙ্ক রোড ধরে শিকারপুর যাচ্ছিল এমন সময় বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি তেলের লরি এসে বাসটিকে সরাসরি আঘাত করে। এতে দুটি যানেই আগুন ধরে যায়।
×