ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবার জার্মানির পত্রিকা অফিসে হামলা

প্রকাশিত: ০৫:১৪, ১২ জানুয়ারি ২০১৫

এবার জার্মানির  পত্রিকা অফিসে  হামলা

ফরাসী ব্যঙ্গ পত্রিকা শার্লি হেবদোতে প্রকাশিত কার্টুন পুনমুর্দ্রণ করায় জার্মানির হামবুর্গের আঞ্চলিক একটি পত্রিকার কার্যালয়ে হামলা হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়নি এবং এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। দেশটির পুলিশ রবিবার এ কথা জানিয়েছে। খবর এএফপির পুলিশের এক মুখপাত্র বলেছেন, ইট ও দাহ্যপদার্থ ওই পত্রিকা কার্যালয়ের জানালা দিয়ে ছুড়ে দেয়া হয়। কার্যালয়ের নিচতলার দুটি কক্ষ এতে ক্ষতিগ্রস্ত হয়। দ্রুত ওই ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। হামবুর্গ মর্গেনপোস্ট নামের আঞ্চলিক পত্রিকার প্রথম পাতায় শার্লি হেবদো পত্রিকায় ছাপা হওয়া তিনটি কার্টুন পুনর্মুদ্রণ করা হয়। গ্রিনিচমান সময় দেড়টার দিকে ওই হামলা হয়। বুধবার শার্লি হেবদোর প্যারিস কার্যালয়ে হামলা চালিয়ে আট সাংবাদিক ও দুই পুলিশ কর্মকর্তাসহ ১২ জনকে হত্যা করেছিল জঙ্গী দুই ভাই শেরিফ কোয়াশি ও সাইদ কোয়াশি।
×