ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আবারও প্লেব্যাকে কিশোর পলাশ

প্রকাশিত: ০৬:২৯, ১১ জানুয়ারি ২০১৫

আবারও প্লেব্যাকে কিশোর পলাশ

স্টাফ রিপোর্টার ॥ আবারও চলচ্চিত্রে প্লেব্যাক করলেন এ প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী কিশোর পলাশ। রাশিদ পলাশ পরিচালিত ‘নাইওর’ চলচ্চিত্রে ‘মনে লয় ডুবিতাম যমুনায়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর পলাশ। গানটির কথা ও সুর করেছেন পাগল হাসান। ‘নাইওর’ চলচ্চিত্রের সঙ্গীতায়োজন করেছেন হালের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এফ এ সুমন। নতুন চলচ্চিত্রে প্লেব্যাক প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, রাশিদ পলাশ পরিচালিত ‘নাইওর’ চলচ্চিত্রে ‘মনে লয় ডুবিতাম যমুনায়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিতে পেরে আমি আনন্দিত। আশা করছি নতুন এ গানটি দর্শক শ্রোতারা পছন্দ করবেন। তিনি বলেন, চলচ্চিত্রে গান করার অনুভূতি এ্যালবামের গান থেকে একটু আলাদা। কারণ চলচ্চিত্রের গান তৈরি হয় একটি নির্দিষ্ট গল্পের ওপর আর এ্যালবামের গান তৈরি হয় নিজ চাহিদার ওপর। আমি এর আগেও কয়েকটি চলচ্চিত্রে গান করেছি এবং সামনে আরও কয়েকটি চলচ্চিত্রে গানের কাজ চলছে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল চলচ্চিত্রে গান করার। সেই আশা আমার পূরণ হয়েছে ‘অদৃশ্য শত্রু’ চলচ্চিত্রে প্লেব্যাক করার মধ্যে দিয়ে। সামনে এ্যালবামের পাশাপাশি নিয়মিত প্লেব্যাক করে যেতে চাই। প্রসঙ্গত, ‘নাইওর’ চলচ্চিত্রে অভিনয় করছেন সিমলা, আনিসুর রহমান মিলন, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, মোমেনা চৌধুরী, রাশেদ মামুন অপু, আহাসানুল হক মিন, সাদিয়া প্রমুখ। ৮ জানুয়ারি বিএফডিসিতে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠত হয়। এতে চলচ্চিত্রের পরিচালক রাশিদ পলাশ এবং প্রযোজকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
×