ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দুই বাংলায় মুক্তি পাচ্ছে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’

প্রকাশিত: ০৬:২৭, ১১ জানুয়ারি ২০১৫

দুই বাংলায় মুক্তি পাচ্ছে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৬ জানুয়ারি শুক্রবার মুক্তি পাচ্ছে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘রোমিও ভার্সেস জুলিয়েট’। চলচ্চিত্রটি ভারত এবং বাংলাদেশে একই দিনে মুক্তি পাচ্ছে। ভারতের এসকে মুভিজ এবং বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের অশোক পাতি এবং বাংলাদেশের আব্দুল আজিজ। এ চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবার পরিচালনায় নামলেন ঢালিউডের চলমান সময়ের সবচেয়ে আলোচিত চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল আজিজ। রাজনৈতিক অস্থিরতায় সবাই যেখানে চলচ্চিত্র মুক্তি পিছিয়ে দিচ্ছেন, সেখানে এটি মুক্তি দেয়া একটু বেশি ঝুকিপূর্ণ হলো না? জবাবে আব্দুল আজিজ বলেন, কিছুটা ঝুঁকিতো বটেই। তবে আমার কাছে বিষয়টি ততটা ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে না। নানা দিক থেকে বিচার-বিবেচনা করেই মুক্তি দেয়া হচ্ছে চলচ্চিত্রটি। নিশ্চিত বলতে পারি, চলচ্চিত্রটি প্রত্যাশা অনুসারে ভাল ব্যবসা করবে। আমার আত্মবিশ্বাস, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ চলচ্চিত্রের মাধ্যমেই শুভ সূচনা করবে ২০১৫ সালের চলচ্চিত্রশিল্প। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের মাহিয়া মাহি এবং ভারতের অঙ্কুশ। আর এ চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবার দেশের বাইরে চলচ্চিত্র মুক্তি পাচ্ছে মাহির। এরই মধ্যে চলচ্চিত্রটির ট্রেলার এবং গান দুই বাংলার সবগুলো স্যাটেলাইট টিভি চ্যানেলে অনেকটা সাড়া ফেলেছে। এছাড়া ইউটিউব এবং সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সাড়া ফেলেছে চলচ্চিত্রটির গান এবং ট্রেলার।
×