ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘শেষ সংলাপ’ নাটকের দুটি প্রদর্শনী

প্রকাশিত: ০৬:২৬, ১১ জানুয়ারি ২০১৫

‘শেষ সংলাপ’ নাটকের দুটি প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ ঢাকার মঞ্চের জনপ্রিয় নাটক সময়ের ‘শেষ সংলাপ’। নাটকটির পর পর দুটি প্রদর্শনী করতে যাচ্ছে দলটি। এরমধ্যে একটি প্রদর্শনী হবে ঢাকায়, অন্যটি হবে কুমিল্লায়। দল সূত্রে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি ঢাকায় শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে একটি এবং ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬-৩০ মিনিটে কুমিল্লা টাউন হল মঞ্চে যাত্রিক আয়োজিত নাট্যোৎসবে ‘শেষ সংলাপ’ নাটকটির প্রদর্শনী করবে সময়। মিসরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন ড. সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেনÑ পাভেল ইসলাম, রিয়াজ মাহমুদ জুয়েল, আকতারুজ্জামান, রুমা, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মাকসুদুল বারী টিপু, আনোয়ার, মাসুম, দাউদ, সানি, মৌসুমী, সোনিয়া প্রমূখ। ‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোশাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন। নাটকের গল্পে দেখা যাবে, মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র একজন ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকালে তিনি তাঁর মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারিত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। সমস্যার সমাধান হবে কোন পথে? আইনি পদ্ধতিতে নাকি অস্ত্র প্রয়োগে? কোন পথ বেছে নেবে সুলতান? এই সমস্যারই এক জটিল শিল্পিত রসায়ন শেষ সংলাপ।
×