ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে সন্ত্রাসবিরোধী সমাবেশে গুলি ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:০০, ১১ জানুয়ারি ২০১৫

রূপগঞ্জে সন্ত্রাসবিরোধী সমাবেশে গুলি ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ১০ জানুয়ারি ॥ রূপগঞ্জে সন্ত্রাসবিরোধী সমাবেশে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় স্থানীয় সংসদ সদস্যর সমাবেশে এ হামলা ঘটনা ঘটে। সংঘর্ষের সত্যতা স্বীকার করেছেন রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ। প্রত্যক্ষদর্শীরা জানান, গত কিছুদিন পূর্বে দুর্বৃত্তদের গুলিতে নিহত সন্ত্রাসী শওকতের বাহিনীর লোকজন মাছিমপুর এলাকায় মাদক ও অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্মে বেপরোয়া হয়ে উঠে। তাদের বিরুদ্ধে অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ আলমাছ। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে স্থানীয় ব্রাহ্মমগাঁও ঈদগাহ মাঠে সমাবেশের আয়োজন করেন আলমাছ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীর (বীরপ্রতীক)। এমপি অনুষ্ঠানে যোগ দেয়ার কিছুক্ষণ পূর্বে শওকতের সেকেন্ড ইন কমান্ড তাওলাদের নেতৃত্বে সবুজ, মোহাম্মদ আলীসহ আরও ২০-২৫ জন সন্ত্রাসী সমাস্থলে এসে উপস্থিত হয়। এ সময় কয়েক সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে গুলি ছোড়া শুরু করলে অনুষ্ঠানে যোগ দেয়া লোকজন আতঙ্কে দৌড়াদৌড়ি করতে থাকে। এ পর্যায়ে আলমাছের লোকজনও সংঘবদ্ধ হয়ে পাল্টা আক্রমণ করে। এতে পথচারীসহ উভয়পক্ষের সফিউল্লাহ মিয়া (৪০), ছগির মিয়া (২৩), সালাম (২৫), ফরিদ মিয়া (৩৩), আল-আমিন (২৮), সবুজ (২৮), বিল্লালসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে বেলা ৩টার দিকে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সমাবেশে এসে উপস্থিত হন। ঘটনার সত্যতা স্বীকার রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরদিকে সমাবেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দেন এমপি। বরিশালে আ’লীগের সংঘর্ষ, আহত ২০ আধিপত্য বিস্তার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার হিজলা উপজেলার একতা বাজারে শনিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গৌরনদী ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি সদস্য মোঃ হাবিব সরদার জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দিন উপজেলা আ’লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলনের সমর্থকদের মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে শনিবার দুপুরে ফের দু’গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আশুলিয়ায় অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, সাভার, ১০ জানুয়ারি ॥ আশুলিয়ায় বিএনপি সমর্থিত ধামসোনা ইউনিয়ন পরিষদের সদস্য মোন্তাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে ধামসোনা ইউনিয়নের ক-া মাঝিপাড়া তিন রাস্তার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তার কাছ থেকে একটি শটগান ও ১০ রাউন্ড গুলি জব্দ করে। স্থানীয় জনতা মোন্তাজের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
×