ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবেশ দূষণের আশঙ্কা

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মরা জেলিফিশ

প্রকাশিত: ০৫:৫৯, ১১ জানুয়ারি ২০১৫

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে মরা জেলিফিশ

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১০ জানুয়ারি ॥ কুয়াকাটা সৈকতের বেলাভূমে ভেসে আসছে শত শত মরা জেলিফিশ। বেলাভূমে আটকে থাকা জেলিফিশ পচে-গলে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। শুক্রবার বিকেল থেকে সীবিচের পর্যটকরা বিষয়টি দেখতে পায়। কুয়াকাটা মূল সৈকতের প্রায় চার কিলোমিটার এলাকাজুড়ে জেলিফিশগুলো ছড়িয়ে-ছিটিয়ে আটকে যাচ্ছে। জেলিফিশগুলো এখনই সংগ্রহ করে মাটি চাপা দেয়ার উদ্যোগ না নিলে দুর্গন্ধে দূষণের শঙ্কা রয়েছে। জেলেরা জানায়, সাগরে জাল পাতলে ধরা পড়ছে জেলিফিশ। মৎস্যজীবী জেলে সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ জানান, সাগরে জাল ধরলে জেলিফিশ আটকা পড়ে। গত তিন-চারদিন ধরে এমন অবস্থা চলছে। তবে আগের চেয়ে কমেছে। জেলে আব্দুল মজিদ জানান, তিন-চার দিন সাগরে (ফাইস্যা-ফ্যাহা) জেলিফিশের কারণে জাল পাততে পারছেন না। তাদের ভাষায় এগুলো সাগরের নোনা। বাণিজ্যিক ফটোগ্রাফার তৈয়ুবুর, সাদেক জানালেন একই তথ্য। আটকে থাকা জেলিফিস শুকিয়ে বীচে পড়ে থাকলে পর্যটকের হাঁটাচলা করতে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। অনেকে সাগর স্থানে নামছেন না। জলবায়ুর দ্রুত পরিবর্তনজনিত কারণে জেলিফিশের অভয়াশ্রম বাস অনুপযোগী হওয়ায় ছড়িয়ে-ছিটিয়ে পড়তে পারে এমন শঙ্কা বিশেষজ্ঞদের। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর ড. আ.ক.ম মোস্তফা জামান জানান, সমুদ্রে দূষণের কারণে জেলিফিশের অভয়াশ্রম বাস অনুপযোগী হয়ে এমন বিপর্যয় হতে পারে। ভেসে আসা জেলিফিশটির বৈজ্ঞানিক নাম অরিলিয়া-অরিটিয়া। উল্লেখ্য, ২০১০ সালের জানুয়ারি মাসে হাজার হাজার মরা জেলিফিশে কুয়াকাটা সৈকত আটকে একাকার হয়ে যায়। পচে-গলে ছড়াতে থাকে দুর্গন্ধ। স্থানীয় লোকজন মরা জেলিফিশ অপসারণের উদ্যোগ নেয়। কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন জানান, জরুরীভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। বিশেষজ্ঞের মতে, জেলিফিশ এক ধরনের অমেরুদণ্ডি প্রাণী। যাদের পৃথিবীর সকল মহাসাগরে দেখতে পাওয়া যায়। নামে ফিশ হলেও এটি মাছ নয়, ঘণ্টাকৃতি জেলিসদৃশ প্রাণীটির দেহ দুটি অংশে বিভক্ত। উপরিভাগ জেলিটিন সমৃদ্ধ ছাতার মতো। প্রায় পাঁচ হাজার কোটি বছর ধরে এদের সাগরে বসবাস। জেলিফিশ একলিঙ্গ প্রাণী।
×