ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইপিএলে ইউনাইটেডের তিনে থাকার লড়াই

প্রকাশিত: ০৫:৫৩, ১১ জানুয়ারি ২০১৫

ইপিএলে ইউনাইটেডের তিনে থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে আজ মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল। পয়েন্ট টেবিলের তিনে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতিপক্ষ শক্তিশালী সাউদাম্পটন। ২০ ম্যাচ শেষে রেড ডেভিলদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। আর তাদের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে সাউদাম্পটন। আর নিজেদের অবস্থানকে তিন নাম্বারে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই ম্যানচেস্টার ইউনাইটেডের। গত সপ্তাহে এফএ কাপের তৃতীয় পর্বে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লুইস ভ্যান গালের দল ২-০ গোলে হারায় খর্ব শক্তির দল ইয়োভিল টাউনকে। আর সেই মাচে চোট কাটিয়ে দলে ফিরেন ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন স্ট্রাইকার এ্যাঞ্জেল ডি মারিয়া। শুধু তাই নয়। প্রতিপক্ষের বিপক্ষে দারুণ একটি গোলও করেন তিনি। তাই আর্জেন্টাইন তারকা আজ সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচেও খেলবেন ডি মারিয়া। এ বিষয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গাল বলেন, ‘গত ম্যাচে ডি মারিয়া মাত্র ২০ মিনিট খেলেছে। মূলত তাকে ছন্দে ফেরানোর জন্যই সেই সুযোগ দেই আমি। আমি বলেছি যে দলে এখন মাত্র একজন (ইয়ং) খেলোয়াড় রয়েছেন। যে ইনজুরিতে আছেন। তবে শতভাগ ফিট কোন খেলোয়াড় নেই। তবে এ্যাঞ্জেল ডি মারিয়া অবশ্যই মার্কো রোহোদের জন্য উদাহরণ। তবে সাউদাম্পটনের বিপক্ষে আমার সেরা দলই নির্বাচিত করতে হবে। কারণ আপনাকে অবশ্যই তাদের গুণাগুণ দেখেই দল বাছাই করতে হবে।’ ম্যাচটি হবে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। তাই নিজেদের ভক্ত-অনুরাগীদের সামনে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে রেড ডেভিলরা। এছাড়া নিজেদের মাঠে চলতি মৌসুমে দুর্দান্ত খেলছে লুইস ভ্যান গালের শিষ্যরা। ২৭ পয়েন্টর ২৫ পয়েন্টই ঘরের মাঠে খেলে নিজেদের করে নিয়েছে ম্যানইউ। অর্থাৎ মৌসুমের প্রথম সপ্তাহে সোয়ানসি সিটির বিপক্ষে ম্যাচটি ছাড়া আর কোন ম্যাচেই পরাজয় দেখেনি তারা। আর সাউদাম্পটন গত দেড় দশক ধরে ইউনাইটেডের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে পারেনি। শেষবারের মতো তারা জয় পেয়েছিল ১৯৯৮ সালের জানুয়ারি মাসে। তাই এবার জয়ের লক্ষ্য নিয়েই খেলতে যাবে সাউদাম্পটন। তবে দল হিসেবে যে ম্যানইউ সেরা সেটা নিজের মুখেই স্বীকার করেছেন সাউদাম্পটনের কোচ কোয়েম্যান। এ বিষয়ে তিনি বলেন, ‘তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় আছেন। এটা খুবই স্বাভাবিক যে তারা শিরোপার জন্য লড়াই করছে। আমি মনে করি তাদের এটাই করা উচিত। তাদের অসাধারণ একজন সফল কোচ আছে। সেইসঙ্গে খেলোয়াড়, অর্থ, ভক্ত এবং দারুণ একটি স্টেডিয়াম রয়েছে। তাই তারা শিরোপার জন্য খেলবে এটাই তো স্বাভাবিক।’ দিনের অন্য ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ স্টোক সিটি। ইংলিশ প্রিমিয়ার লীগে বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। তবে নিজেদের অবস্থানকে আরও উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য শিষ্যদের আহ্বান জানিয়েছেন ক্লাবটির ফরাসী কোচ। কেননা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার জন্য অন্তত শীর্ষ তিনে থাকতে হবে তাদের। অন্যথায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে গানাররা। তবে স্টোক সিটির বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী কোচ আর্সেন ওয়েঙ্গার।
×