ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উখিয়া সীমান্তে মিয়ানমার রক্ষীদের গুলি, জেলে আহত

প্রকাশিত: ০৫:৩৭, ১১ জানুয়ারি ২০১৫

উখিয়া সীমান্তে মিয়ানমার রক্ষীদের গুলি, জেলে আহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বাংলাদেশ-মিয়ানমার সীমত্ত চিহ্নিত নদীতে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে ফের গুলি ছুঁড়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি। এতে স্থানীয় জেলে আহমদুর রহমান আহত হয়েছে বলে জানা গেছে। শনিবার সকালে জেলার উখিয়া বালুখালী খালে (সীমানা চিহ্নিত নদী) এ ঘটনা ঘটে। জানা গেছে, বিনা উস্কানিতে বিজিপি বাংলাদেশী জেলেদের লক্ষ্য করে ২ রাউন্ড গুলিবর্ষণ করেছে। বিজিবি বালুখালী সীমান্ত ফাঁড়ির কমান্ডার ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম বলেন, স্থানীয় জেলেরা সীমান্ত পেরিয়ে মিয়ানমার অংশে প্রবেশ করলে বিজিপি সদস্যরা এদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে থাকে।
×