ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খালেদা জিয়া এজতেমা ময়দানে মুসল্লিদের কি জবাব দেবেন

প্রকাশিত: ০৫:৩৭, ১১ জানুয়ারি ২০১৫

খালেদা জিয়া এজতেমা ময়দানে মুসল্লিদের কি জবাব দেবেন

সালাম মশরুর সিলেট অফিস ॥ বিএনপি মানুষের ঘৃণা কুড়াচ্ছে। এজতেমা ময়দানে গেলে বেগম জিয়া মুসল্লিদের কি জবাব দেবেন? যদি সবাই তাকে দুর্ভোগের জন্য দায়ী করে, তাহলে তিনি কি বলে আত্মরক্ষা করবেন। তার ডাকা অবরোধের কারণে মুসল্লিরা ঝুঁকি নিয়ে পথ পাড়ি দিয়ে ইজতেমা ময়দানে পৌঁছেছেন। অনেকে যাত্রাপথে আক্রান্ত হয়েছেন। বেগম জিয়া লাখো লাখো ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দিয়েছেন। মানুষ অন্তর থেকে অভিশাপ দিচ্ছে তাকে। বাস টার্মিনাল, টিকেট কাউন্টার যানবাহনসহ সর্বত্র বইছে সমালোচনার ঝড়। নগরীর দরগাহ গেট এলাকায় পরিবহন অফিস কাউন্টারে টিকেট নিতে আসা এক এজতেমা যাত্রী মুসল্লি বলেন, উনারা দুনিয়ার গদি নিয়ে ব্যস্ত। আল্লাহর পথে নিজে যাচ্ছেন না। অন্যদের যেতেও বাধা দিচ্ছেন। দেখেছি তিনিওতো এজতেমা ময়দানে যান। দেখেননি সেখানে মানুষ কি প্রার্থনা করে। অপর যাত্রী সোলাইমান ক্ষোভের সঙ্গে বলেন, তারা কার জন্য রাজনীতি করেন। যদি সাধারণ মানুষের জন্য তাদের দরদ থাকত তাহলে মানুষ হত্যা করে জ্বালিয়ে-পুড়িয়ে ধ্বংস করে এসব করতেন না। একজন বলেন, সরকারের দোষেই এটা ঘটেছে। সরকার যদি বছর পূর্তি অনুষ্ঠান ঘটা করে পালনের ঘোষণা না দিত তাহলে বিএনপি এই অবরোধ করার সুযোগ পেত না।
×