ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের শর্ত শিথিল

প্রকাশিত: ০৪:৪১, ১১ জানুয়ারি ২০১৫

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের শর্ত শিথিল

অর্থনৈতিক রিপোর্টার ॥ এখন থেকে পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ পরিস্থিতি দৈনিকের পরিবর্তে সাপ্তাহিক একীভূত তথ্য নেবে বাংলাদেশ ব্যাংক। এতদিন সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে ব্যাংকের প্রতিদিন লেনদেনের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানাতে হতো। বিষয়টি নিয়ে বিএসইসির আপত্তির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে অনুষ্ঠিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে গবর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আরজেসি ও এমআরএর প্রতিনিধি উপস্থিত ছিলেন। বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গবর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের জানান, নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের লক্ষ্যে নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এখানকার সিদ্ধান্তের আলোকে পুঁজিবাজারে ব্যাংকগুলোর দৈনিক লেনদেনের তথ্য নেয়ার পরিবর্তে এখন থেকে সপ্তাহের শেষ দিনে তাদের একীভূত তথ্য নেয়া হবে। দৈনিক তথ্য নেয়ায় বাজার একটু ভয় পাচ্ছিল। এ কারণে এ সিদ্ধান্ত বলে তিনি জানান। সূত্র জানিয়েছে, পুঁজিবাজারে ব্যাংকগুলোর বর্তমান বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বৈঠকে পর্যালোচনা হয়। সে অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার আলোকে বেশিরভাগ ব্যাংক পুঁজিবাজারে বিনিয়োগ ধীরে-ধীরে আইনী সীমায় নামিয়ে আনছে। আবার সীমার মধ্যে থাকা অনেক ব্যাংক নতুন করে বিনিয়োগ করছে। সব মিলিয়ে গত নবেম্বর পর্যন্ত এক বছরে পুঁজিবাজারে ব্যাংক খাতের নিট বিনিয়োগ বেড়েছে ৯৪৬ কোটি টাকা। যদিও এ সময়ে শেয়ারবাজারের মোট বিনিয়োগে ব্যাংক খাতের অংশ কমে ৪৩ দশমিক ৬২ শতাংশে নেমে এসেছে। আগের বছরের একই সময়ে মোট বিনিয়োগে ব্যাংকগুলোর অংশ ছিল ৫০ দশমিক ৬২ শতাংশ। মূলত শেয়ারবাজারে নতুন করে অনেক কোম্পানির তালিকাভুক্ত, ব্যাংক বহির্ভূত প্রতিষ্ঠান ও সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ বাড়ার কারণে এ সময়ে ব্যাংকগুলোর ৯৪৬ কোটি টাকা বিনিয়োগ বাড়লেও সামগ্রিক বিনিয়োগে অংশ কমেছে।
×