ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফের ফিশপ্লেট উৎপাটন গাজীপুরে অল্পের জন্য রক্ষা পেল দু’টি যাত্রীবাহী ট্রেন

প্রকাশিত: ০৬:৫১, ১০ জানুয়ারি ২০১৫

ফের ফিশপ্লেট উৎপাটন গাজীপুরে অল্পের জন্য  রক্ষা পেল দু’টি  যাত্রীবাহী ট্রেন

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৯ জানুয়ারি ॥ গাজীপুরে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল দুটি ট্রেন ও ট্রেনের যাত্রী। জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার শহিদুল ইসলাম জানান, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধকালে শুক্রবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুরের ভাওয়াল স্টেশনের প্রায় এক কিলোমিটার দক্ষিণে ভানুয়া এলাকায় দুর্বৃত্তরা লাইনের একটি ফিশপ্লেটের চারটি নাট বোল্টের মধ্যে দু’টি খুলে ফেলে। এ ঘটনার পর ময়মনসিংহ থেকে বিকেল আড়াইটায় ভাওয়াল এক্সপ্রেস এবং ৩টার দিকে ডেমু ট্রেন যাত্রী নিয়ে এলাকা অতিক্রম করে ঢাকার উদ্দেশে চলে গেলেও কোন দুর্ঘটনা ঘটেনি। ট্রেন দুটি চলে যাওয়ার পর এলাকাবাসী ফিশপ্লেটের বোল্ট খোলা দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত করে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই দুটি ট্রেন ও ট্রেনের যাত্রীরা। এ ঘটনায় ট্রেন চলাচলে কোন বিঘœ ঘটেনি। তবে দুর্বৃত্তরা কখন এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। জয়দেবপুর থানা পুলিশ জানায়, নাশকতার উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে।
×