ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একুশে পদক জয়ী রশিদ হায়দারকে সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৫০, ১০ জানুয়ারি ২০১৫

একুশে পদক জয়ী  রশিদ হায়দারকে সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা,পাবনা, ৯ জানুয়ারি ॥ একুশে পদক জয়ী কথাসাহিত্যিক রশিদ হায়দার বলেছেন, আমাদের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের যে গৌরব রয়েছে তা অনেক জাতির নেই। মুক্তিযুদ্ধ নিয়ে এখনও অনেক লেখার আছে। তিনি বলেন, লিখতে হলে পড়তে হবে। পড়া বা জানার কোন বিকল্প নেই। ইতিহাস জানার প্রতিও তিনি নতুন প্রজন্মকে আহ্বান জানান। একুশে পদক প্রাপ্তিতে পাবনার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় রশিদ হায়দারকে সংবর্ধনা প্রদান করা হয়। পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ফরিদুল ইসলাম খোকনের সভাপিতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক-কলামিস্ট রণেশ মৈত্র, চিত্রশিল্পী হোসেন জামান হাসু, সাংবাদিক আনোয়ারুল হক, প্রফেসর মনোয়ার হোসেন জাহেদী, প্রফেসর শিবজিৎ নাগ, সাংবাদিক-কলামিস্ট হাবিবুর রহমান স্বপন, ঔপন্যাসিক সাইদ হাসান দারা, নাট্যকার আরিফ হায়দার, ড. হাবিবুল্লাহ, কথাশিল্পী অধ্যাপক সমীর আহমেদ, আব্দুল হান্নান শেলি ও কথা সাহিত্যিক জুলফিকার কবিরাজ।
×