ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কুয়াকাটাগামী সড়কের দুই পাশের গাছ উজাড় হচ্ছে

প্রকাশিত: ০৪:৫০, ১০ জানুয়ারি ২০১৫

কুয়াকাটাগামী সড়কের দুই পাশের গাছ উজাড় হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৯ জানুয়ারি ॥ কুয়াকাটাগামী বিকল্প সড়কের দুই দিকের অর্ধশত গাছ কেটে ফেলা হয়েছে। বালিয়াতলী চৌরাস্তা সংলগ্ন এলাকায় তিন দিন ধরে গাছগুলো কাটা হচ্ছে। বনবিভাগ এ ব্যাপারে কিছুই জানে না বলে দাবি করেছে। স্থানীয় লোকজন জানান, বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোঃ হুমায়ুন কবির গাছগুলো কাটাচ্ছেন। কাটা গাছগুলো ইউপি ভবনের কাছে নিয়ে স্টক করা হয়েছে। বালিয়াতলী শিশু পল্লী একাডেমী থেকে তুলাতলী পর্যন্ত কুয়াকাটাগামী সড়কের দুই পাশ থেকে কাটা গাছগুলোর অধিকাংশ বাবলা প্রজাতির। স্থানীয় শ্রমিক ইউসুফ জানান, তিনি দৈনিক ৩০০ টাকা মজুরিতে গাছ কাটছেন। ইউসুফের দাবি, তিনি চেয়ারম্যানের নির্দেশে গাছগুলো কাটছেন। ইউপি চেয়ারম্যান জানান, সিডর-আইলায় মরে যাওয়া গাছগুলো কাটাচ্ছেন। লাকড়ি হিসাবে বিক্রির জন্য মজুদ করা হয়েছে, যা ইউনিয়ন পরিষদের সভায় সিদ্ধান্ত নিয়ে নিলামে বিক্রি করা হবে। আনুমানিক ৭-৮টি গাছ হতে পারে বলে তিনি দাবি করেন। বনবিভাগ মহিপুর রেঞ্জকর্মকর্তাকে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে বনবিভাগ কলাপাড়ার কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, ওটি তার এরিয়ার বাইরে।
×