ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অখ্যাত কার্লোভিচ হারালেন জোকোভিচকে

প্রকাশিত: ০৪:৪৪, ১০ জানুয়ারি ২০১৫

অখ্যাত কার্লোভিচ হারালেন জোকোভিচকে

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে কাতার ওপেন থেকে বিদায় নিলেন নোভাক জোকোভিচ। অখ্যাত ইভো কার্লোভিচের কাছে হেরে মৌসুম শুরুর টুর্নামেন্ট থেকে ছিটকে পড়লেন বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ছয় ফুট ১১ ইঞ্চি উচ্চতার ইভো কার্লোভিচ ৬-৭ (২/৭), ৭-৬ (৮/৬) এবং ৬-৪ গেমে হারান জোকোভিচকে। সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ হার মানলেও বৃহস্পতিবার জয়ের দেখা পেয়েছেন স্পেনের ডেভিড ফেরার, চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচ এবং ইতালির আন্দ্রেস সেপ্পি। এর আগে কাতার ওপেন থেকে বছরের শুরুতেই বিদায় নেন আরেক টেনিসে সেনসেশন রাফায়েল নাদাল। আর বৃহস্পতিবার তারই পথ ধরলেন জোকোভিচও। আর দু’জনই হেরেছেন শীর্ষ ২৫ জনের বাইরে থাকা টেনিস খেলোয়াড়দের বিপক্ষে। নোভাক জোকোভিচকে হারিয়ে উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন ২৭ নম্বরে থাকা এই ক্রোয়েশিয়ান খেলোয়াড়। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কার্লোভিচ বলেন, ‘আমি এ জয় পেয়ে বেশ ভাল অনুভব করছি। কারণ আমাকে খেলতে হয়েছে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। নিজের খেলার দিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম। অসাধারণ কিছু করে দেখাতে পারব এমন চিন্তা করিনি কখনই।’ অখ্যাত ইভো কার্লোভিচের কাছে হেরে হতাশ নোভাক জোকোভিচ। তবে ম্যাচ শেষে সুস্পষ্টভাবেই জানিয়েছেন যে ভাল খেলেই জয়ের দেখা পেয়েছেন কার্লোভিচ। এ বিষয়ে জোকোভিচের অভিমত হলো, ‘আমি এটা বিস্ময় কিংবা অন্য কিছু বলতে চাই না। তবে সে খুব ভাল সার্ভ করেছে। এ রকম কিছু ম্যাচে বিশেষ একটা বলই জয়ের নির্ধারক হতে পারে। আর এটাই বাস্তবতা। কার্লোভিচের বিপক্ষে আমি সবসময়ই রক্ষণাত্মক খেলতে চেয়েছি। কিন্তু সে অবিশ্বাস্য কিছু শট খেলেছে। দুই দিক থেকেই ভাল খেলেছে সে।’ আগামী ১৯ জানুয়ারি শুরু হবে মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। আর সেই ইভেন্টে ফেবারিট তারকাদের নোভাক জোকোভিচও একজন। কিন্তু প্রথম ইভেন্টেই হেরে যাওয়ায় এখন আরও বেশি কঠোর অনুশীলন করতে হবে বলে মনে করছেন জোকোভিচ। জোকোভিচ হেরে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদালও। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখানে যে খুব ভাল অনুভব করছি তা না, কারণ জোকোভিচ হেরে গেছে। এটা মৌসুমের প্রথম টুর্নামেন্ট। এখানে আমাদের দুজনেরই লক্ষ্য ছিল ভাল পারফর্মেন্স উপহার দেয়া। কিন্তু সেটা হলো না। তবে ইভো শেষ সেটে অবিশ্বাস্য ভাল খেলেছে।’ পুরুষ এককে ১৪ গ্র্যান্ডসøাম জিতেছেন নাদাল। প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেন জয়েও দারুণ আশাবাদী তিনি।
×