ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ম্যাক্সওয়েল-সাকিব লড়াই

প্রকাশিত: ০৪:৪৪, ১০ জানুয়ারি ২০১৫

ম্যাক্সওয়েল-সাকিব লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ এবার বিগব্যাশ লীগে আহামরি কোন সূচনা হয়নি বিশ্বসেরা টি২০ অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে অলরাউন্ডার হিসেবে যে নৈপুণ্য দেখানো দরকার সবই ছিল তাঁর মধ্যে। ব্যাট হাতে ১৪ রান করার পর আবার বল হাতে দুই উইকেট নেয়ার পাশাপাশি একটি ক্যাচও লুফেছিলেন। পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিয়েছিল সাকিবের দল মেলবোর্ন রেনেগেডস। অর্থাৎ জয় দিয়েই যাত্রা শুরু করেছেন বাংলাদেশের প্রতিভাধর এ ক্রিকেটার। এবার দলের আরেকটি জয় দেখার পালা। দুই মেলবোর্নের লড়াইয়ে আজ আবার মাঠে নামছেন তিনি। একই অঞ্চলের দল মেলবোর্ন স্টারসের বিরুদ্ধে এ লড়াইকে অভিহিত করা হচ্ছে ‘মেলবোর্ন ডার্বি’ হিসেবে। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ২টা ১০ মিনিটে মাঠে গড়াবে। প্রতিপক্ষ স্টারসের অন্যতম ভরসা বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল আছেন। যার বিরুদ্ধে সাকিব গত ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও (আইপিএল) খেলেছেন। এবার অসি ভূমিতে ম্যাক্সওয়েল-সাকিব আকর্ষণীয় লড়াই দেখা যাবে। গত আসরে এ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে এবার তাঁর নতুন ঠিকানা হয়েছে মেলবোর্ন রেনেগেডস। তবে শুরু থেকে বিগব্যাশে থাকতে পারেননি সাকিব। আর এর মধ্যে দলটি বেশ বাজে অবস্থায় পতিত হয়ে পয়েন্ট তালিকায় সবার নিচে চলে যায়। চার ম্যাচে মাত্র ১ জয় ছিল। তবে হোবার্ট হারিকেন্সের বিরুদ্ধে যেদিন সাকিব নামলেন সেটাই যেন পয়া হয়ে গেল রেনেগেডসের জন্য। যদিও মাত্র দু’দিন আগে অস্ট্রেলিয়া পৌঁছেই খেলতে নেমে তেমন আহামরি কিছুই করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু যে কারণে তিনি বিশ্বের সেরা টি২০ অলরাউন্ডার সেটার স্বাক্ষর ঠিকই রেখেছিলেন। আরেকটি জয় পেয়ে রেনেগেডসের এখন অবস্থান এক ধাপ ওপরে উঠেছে। আজ মেলবোর্ন ডার্বিতে জিততে পারলেই এক লাফে পয়েন্ট তালিকায় ৫ কিংবা ৬ নম্বরে উঠে আসবে রেনেগেডস। তবে প্রতিপক্ষ মেলবোর্ন স্টারসের বিরুদ্ধে সেটা করা অনেক কঠিন কাজ হবে সাকিবদের জন্য। কারণ প্রথম দেখায় এক সপ্তাহ আগে স্টারসদের বিরুদ্ধে একেবারে নাস্তানাবুদ হয়েছে রেনেগেডস। ১১২ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে। তাই এবার প্রতিশোধের মিশন রেনেগেডসের। প্রতিশোধের এ মিশনে আজ বিশ্বসেরা সাকিবকে পাচ্ছে রেনেগেডস। স্টারসের বিরুদ্ধে প্রথম ম্যাচটিতে খেলতে পারেননি তিনি। তবে সে ম্যাচে ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও আন্দ্রে রাসেল ছিলেন। ব্রাভো বল হাতে তিন উইকেট ও রাসেল এক উইকেট নিয়েছিলেন। এ ম্যাচটায় তাঁরা নেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে চলে যাওয়ার কারণে। মেলবোর্ন স্টারসের অন্যতম তারকা ম্যাক্সওয়েলকে ঠেকানোর জন্য বেশ মোক্ষম অস্ত্রই হবেন সাকিব। কারণ গত আইপিএলেও এ দু’জনের লড়াই হয়েছে। এছাড়াও জেমস ফকনার, ডেভিড হাসি এবং দুই ইংলিশ তারকা কেভিন পিটারসেন ও লুক রাইটের বিরুদ্ধে লড়তে হবে সাকিবদের। সেজন্য সাকিবের সহযোদ্ধা হিসেবে আছেন জেমস প্যাটিনসন, ম্যাথু ওয়েড, কালাম ফার্গুসন ও এ্যারন ফিঞ্চরা।
×