ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফাইনালে ভেনাস-ওজনিয়াকির লড়াই

প্রকাশিত: ০৪:৪৩, ১০ জানুয়ারি ২০১৫

ফাইনালে ভেনাস-ওজনিয়াকির লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ অকল্যান্ড ক্ল্যাসিকের ফাইনালে উঠেছেন টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ভেনাস উইলিয়ামস এবং ক্যারোলিন ওজনিয়াকি। শুক্রবার টুর্নামেন্টের সেমিফাইনালে শীর্ষ বাছাই ওজনিয়াকি হারান চেক প্রজাতন্ত্রের বারবোরা স্ট্রিকোভাকে। ড্যানিশ এই টেনিস তারকা ৪-৬, ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন চতুর্থ বাছাই বারবোরা স্ট্রিকোভাকে। আর অন্য ম্যাচে আমেরিকান টেনিস তারকা ভেনাস উইলিয়ামস ৬-০ এবং ৬-৩ গেমে সহজেই পরাজিত করেন স্বদেশী লারেন ডেভিসকে। এর ফলে দারুণ এক ফাইনালই দেখার সুযোগ পাচ্ছে টেনিস ভক্তরা। বিশ্ব টেনিসের অন্যতম দুই তারকা খেলোয়াড় হলেন ভেনাস উইলিয়ামস এবং ক্যারোলিন ওজিনিয়াকি। দুজনই টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলের মাইলফলক স্পর্শ করেছেন। কিন্তু গত কয়েক মৌসুম ধরে যেন একেবারেই নিষ্প্রভ তারা। তবে ক্যারোলিন ওজিনয়াকি তুলনামূলকভাবে ভেনাস উইলিয়ামসের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন অকল্যান্ড ক্ল্যাসিকের ফাইনালে। কিন্তু সেমিফাইনালের বাধা পেরুতে তাকে যথেষ্ট লড়াই করতে হয়েছে। প্রথম সেটেই হেরে যান তিনি। কিন্তু জাত চ্যাম্পিয়ন বলে কথা। পরের দুটি সেটেই দারুণভাবে ঘুরে দাঁড়ান ক্যারোলিন ওজনিয়াকি। আর মৌসুমের নিজের প্রথম ইভেন্টেরই ফাইনালে উঠতে পেরে সন্তুষ্ট ড্যানিশ এই টেনিস তারকা। ফাইনালে ভেনাস উইলিয়ামসের বিপক্ষেও নিজের সেরাটা ঢেলে দিতে চান তিনি। এ বিষয়ে ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ওজনিয়াকি বলেন, ‘ভেনাস উইলিয়ামস অবশ্যই একজন কঠিন প্রতিদ্বন্দ্বী। তার বিপক্ষে খেলাটা খুব সহজ হবে না। কিন্তু আমি আমার সেরাটা দিতেই প্রস্তুত। আর মৌসুমের প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠে আমি আনন্দিত। আশা করি এই মৌসুমে এমন সুযোগ আরও আসবে।’ ক্যারোলিন ওজনিয়াকির এটি হবে ক্যারিয়ারের ৩৮তম ডব্লিউটিএ ফাইনাল। ডেনমার্কের ওজনিয়াকিকে ফাইনালের টিকেট পেতে বেগ পেতে হলেও তুলনামূলকভাবে সহজেই ফাইনালে উঠেছেন ভেনাস উইলিয়ামস। লারেন ডেভিসকে হারাতে তার সময় লাগে মাত্র ৬৭ মিনিট। এমন জয়ের পর মৌসুমের প্রথম শিরোপা জিততেও দারুণ আশাবাদী ভেনাস উইলিয়ামস। এছাড়া এই দুই তারকা এর আগে পাঁচবার মুখোমুখি লড়াই করেছেন। কিন্তু সব ম্যাচেই জয় পেয়েছেন ভেনাস। তাই ক্যারোলিন ওজনিয়াকির জন্য এটা বেশ চ্যালেঞ্জিং একটি ফাইনাল।
×