ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কঠিন গ্রুপ হলেও ভাল ফলের লক্ষ্য বাংলাদেশের

প্রকাশিত: ০৪:৪২, ১০ জানুয়ারি ২০১৫

কঠিন গ্রুপ হলেও  ভাল ফলের লক্ষ্য বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৭-২৫ জানুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হকি লীগ’-এর দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় হকি দল। দুর্বল ফিজি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়ায় বাংলাদেশ দল পড়ে গেছে অনেক কঠিন গ্রুপে। তারপরও ভাল ফলের জন্য আশা ছাড়তে নারাজ বাংলাদেশ জাতীয় হকি দলের সহকারী কোচ মামুন উর রশিদ, ‘গ্রুপিংটা আগেও কঠিনই ছিল। আমরা সে অনুযায়ীই প্রস্তুতি নিয়েছি। এখন আরেকটু কঠিন হয়েছে। তবু আমাদের লক্ষ্য থাকবে ভাল খেলা এবং পরের রাউন্ডে যাওয়া।’ ওয়ার্ল্ড হকি লীগে পুল ‘বি’তে বাংলাদেশের সঙ্গে আছে জাপান, পোল্যান্ড এবং মেক্সিকো। কঠিন প্রতিপক্ষদের মোকাবেলা করতে বাংলাদেশ প্রস্তুত বলে জানান মামুন, ‘আমাদের সার্বিক প্রস্তুতি ভাল। দলে কোন ইনজুরিজনিত সমস্যাও নেই। যেহেতু আমাদের দলটি আগের তুলনায় ভাল হয়েছে, তাই আমরা আশা করছি প্রতিপক্ষদের ভালভাবেই মোকাবেলা করতে সক্ষম হব। পোল্যান্ডের সঙ্গে আমরা লড়াই করব। আর জাপানের সঙ্গে আমরা আগে ৮-০ গোলে হেরেছিলাম এশিয়ান গেমসে। তা থেকে উত্তরণের চেষ্টা থাকবে। ‘দলের সার্বিক অবস্থাটা কি, কোথাও কোন ঘাটতি আছে কি না, সেটি বোঝা যাবে টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি ম্যাচগুলো খেলার পর। ১২ এবং ১৩ তারিখে মালয়েশিয়ার সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা। ১৫ জানুয়ারি ওমান জাতীয় দলের সঙ্গেও একটি প্রস্তুতি ম্যাচ খেলব।’ গত সোমবার ওয়ার্ল্ড হকি লীগের দ্বিতীয় পর্বের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ হকি ফেডারেশন। ১৮ সদস্যের দলে নতুন মুখ আশরাফুল। এছাড়াও দলে ঠাঁই পেয়েছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা তিন খেলোয়াড়Ñ রাসেল মাহমুদ জিমি, কামরুজ্জামান রানা এবং ইমরান হাসান পিন্টু। ‘ফিটনেস’ সমস্যার কারণে অনুশীলন ক্যাম্প থেকে আগেই বাদ পড়েছিলেন আরেক শাস্তি প্রাপ্ত খেলোয়াড়, সাবেক অধিনায়ক-গোলরক্ষক জাহিদ হোসেন। এছাড়া অভিজ্ঞদের মধ্যে বাদ পড়েন শেখ মোঃ নান্নু এবং তাপস বর্মণ। দীর্ঘসময় খেলার বাইরে থাকা জিমি, রানা ও পিন্টুর ‘ফিটনেস’ নিয়ে দুশ্চিন্তা ছিল নির্বাচক ও কোচদের। তবে সহকারী কোচ মামুন উর রশীদ জানান, তিনজনের ফিটনেসে সন্তুষ্ট তারা। ওয়ার্ল্ড হকি লীগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় পর্বেও ভাল খেলার ব্যাপারে আশাবাদী সহকারী কোচ, ‘এ দলে একমাত্র আশরাফুলই নতুন। বড় কথা হলো, দলে কোন চোট সমস্যা নেই। সবমিলিয়ে আমার মনে হয় সেরা দলটাই গড়া হয়েছে।’ উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লীগে কখনই দ্বিতীয় পর্বের গ-ি পেরুতে পারেনি বাংলাদেশ।
×