ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ দণ্ড নিশ্চিতে প্রয়োজনে শাহবাগে টানা অবস্থান ॥ ডাঃ

প্রকাশিত: ০৪:৩১, ১০ জানুয়ারি ২০১৫

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ দণ্ড নিশ্চিতে প্রয়োজনে শাহবাগে টানা অবস্থান ॥ ডাঃ

স্টাফ রিপোর্টার ॥ কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর করাসহ সকল যুদ্ধাপরাধীর সর্বোচ্চ দণ্ড নিশ্চিত করতে প্রয়োজনে ফের শাহবাগে টানা অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামনের ফাঁসির দণ্ড কার্যকর করার দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চ আয়োজিত গণঅবস্থান কর্মসূচী থেকে তিনি এ ঘোষণা দেন। এখন থেকে প্রতি শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ কর্মসূচী চলবে। ২ জানুয়ারি থেকে নতুন এই কর্মসূচী শুরু হয়। এতে মুক্তিযোদ্ধা, ছাত্র সংগঠন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচী থেকে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি ওঠে। এছাড়াও প্রজন্ম সেনারা জামায়াতের সকল আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করা, শিবিরের কর্মীদের গ্রেফতার ও তাদের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ বেশকিছু দাবি উত্থাপন করে গণঅবস্থান থেকে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ বিচারসহ ছয় দফা দাবিতে আগামী ৫ ফেব্রুয়ারি শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনের দুই বছর পূরণ হবে। ইমরান অভিযোগ করে বলেন, সময়ক্ষেপণের কারণে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলার সময় এসেছে। বিচার বানচালের ষড়যন্ত্র মোকাবেলায় আবারও দেশবাসীকে রাজপথে নেমে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।
×