ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলি ও অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:২৭, ১০ জানুয়ারি ২০১৫

গুলি ও অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘দারোগা বাহিনী’র প্রধানসহ দুই বনদস্যু নিহত হয়েছে। শুক্রবার ভোরে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের মরা পশুর ফরেস্ট ক্যাম্পের পূর্ব পাশের সীমানার খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে র্যাব কর্মকর্তারা জানিয়েছেন। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান জানান, সকাল সাড়ে ৬টা থেকে আধা ঘণ্টার বন্দুকযুদ্ধে বনদস্যু দারোগা বাহিনীর প্রধান সগীর হাওলাদার ও তার এক সহযোগী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দেশী-বিদেশী ১২টি আগ্নেয়াস্ত্র, পাঁচটি ধারালো অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত অন্যজনের নাম জানা যায়নি। এর আগে গত ১১ নবেম্বর সুন্দরবনে বন্দুকযুদ্ধে ওই বাহিনীর তৎকালীন প্রধান এনামুল হাওলাদার নিহত হয়। এরপর দারোগা বাহিনীর প্রধান হয় সগীর হাওলাদার। গত ৫ অক্টোবর সুন্দরবনের পূর্ব বিভাগের মৃগমারী খাল এলাকায় পুলিশের সঙ্গে দুই দফা ‘বন্দুকযুদ্ধে’ ১৩ বনদস্যু নিহত হয়। র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম জানান, দারোগা বাহিনী পশুর নদীর সীমানা খাল এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় যায়।
×