ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:০৫, ১০ জানুয়ারি ২০১৫

ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া

২০১৫ সালের শেষ নাগাদ ভারতের সঙ্গে একটি অবাধ বাণিজ্য চুক্তি নিশ্চিত করার ব্যাপারে অস্ট্রেলিয়া বদ্ধপরিকর। শুক্রবার অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী এ্যান্ড্রিউ রোব এ কথা বলেন। রোব বলেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি এ্যাবোট এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি বছর একটি চুক্তি করার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। বাণিজ্যমন্ত্রী ভারতে অস্ট্রেলিয়ার প্রায় ৪৫০ জন সরকারী কর্মকর্তা ও ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। খবর এএফপির। তিনি বলেন, ভারতের দ্রুত বিকাশমান অর্থনীতিতে অস্ট্রেলিয়া উৎপাদন, নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং আকরিক লোহা ও কয়লার মতো প্রচলিত পণ্য রফতানির প্রস্তাব দিতে পারে। তবে রোব বলেন, অস্ট্রেলিয়া কেবল একটি চুক্তি করার জন্য ভারতের সঙ্গে একটি অবাধ চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে কোন ধরনের তাড়াহুড়ো করবে না। শুক্রবার অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন (এবিসি) রেডিওকে তিনি বলেন, ‘আমরা প্রকৃতপক্ষে একটি অর্থবহ চুক্তি করতে চাই। এক্ষেত্রে কেবল একটি চুক্তির করার জন্য আমরা একটি চুক্তি স্বাক্ষর করতে চাই না।’
×