ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ফোনিক্স ওপেন দিয়ে ফিরছেন টাইগার উডস

প্রকাশিত: ০৬:২১, ৯ জানুয়ারি ২০১৫

ফোনিক্স ওপেন দিয়ে ফিরছেন টাইগার উডস

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হবে পিজিএ ফোনিক্স ওপেন। আর এই টুর্নামেন্টের মাধ্যমেই নতুন বছরের অভিযান শুরু করতে চান আমেরিকান গলফ সম্রাট টাইগার উডস। গলফের সাবেক নাম্বার ওয়ান এই তারকা সর্বশেষ ডিসেম্বরে হিরো বিশ্ব চ্যালেঞ্জে অংশ নিয়েছিলেন। এরপর আর গলফ ক্লাব নিয়ে খেলা হয়নি তার। তাই নতুন বছর ফোনিক্স ওপেন দিয়েই শুরু হতে পারে বলে জানিয়েছেন তার প্রতিনিধি মার্ক স্টেইনবার্গ। ইউএসএ টুডে স্পোর্টসের ই-মেইলে এই প্রতিবেদন পাঠানো হয়। পিজিএ ফোনিক্স ওপেন নিয়ে অনেক ইতিহাস রয়েছে গফল তারকা টাইগার উডসের। সর্বশেষ ২০০১ সালে এই ইভেন্টে খেলেছিলেন তিনি। কিন্তু এর পরের প্রায় দেড় দশক সেখানে খেলতে যাননি। তবে এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে না টাইগার উডসের অংশগ্রহণ না করার। কারণ সেখানে খেলতে গেলে অশৃঙ্খল দর্শকদের মোকাবেলা করতে হয় তাকে। যা টাইগার উডসের কাছে অত্যন্ত বিরক্তিকর। প্রায় দেড় দশকেরও বেশি সময় আগে গলফে আলো ছড়াতে শুরু করেন তিনি। অসাধারণ সব পারফর্মেন্সের সৌজন্যে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। সুদীর্ঘ ক্যারিয়ারে জেতেন ১৪ মেজর শিরোপা। তার সামনে লক্ষ্য এখন সর্বোচ্চ ১৮ মেজর শিরোপা জয়ের রেকর্ড গড়া। টাইগার উডস ২০০৮ সালে শেষবারের মতো গলফের মেজর শিরোপা জিতেছিলেন। কিন্তু এর পরের বছরেই জন্ম হয় নতুন এক ঘটনার। ২০০৯ সালে একটি দুর্ঘটনার সূত্র ধরেই বেরিয়ে আসে টাইগার উডসের কলঙ্কজনক ইতিহাস। গলফসম্রাটের পতনও যেন তখন শুরু। তবে জাত চ্যাম্পিয়ন বলে কথা। সেই স্ক্যান্ডাল থেকে নিজেকে আবারও নিয়ে আসেন লাইম লাইটে। গত মৌসুমে গলফ র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও ফিরে পান মার্কিন যুক্তরাষ্ট্রের এই তারকা গলফার। ২০০৮ এর পর থেকে কোন মেজর শিরোপা জিততে পারেননি টাইগার। আটকে রয়েছেন ১৪টি মেজরে। কিংবদন্তি জ্যাক নিকোলাসের থেকে মাত্র চারটে কম তার। তবে বর্তমানে বেশ ভাল সময় কাটছে তার। বিশেষ করে বান্ধবী লিন্ডসে ভনের সৌজন্যেই নাকি সেই খরা কাটাতে চলেছেন টাইগার। আমেরিকান সাবেক শীর্ষ গলফ তারকা টাইগার উডস মেজর শিরোপা জিতুক তার জন্য মুখিয়ে রয়েছে ভক্ত-অনুরাগীরাও। আর এ ব্যাপারে টাইগার উডসও বেশ আশাবাদী। নিজেকে স্বরূপে ফেরাতে মাঝের সময়টা বেশ ভালভাবেই অনুশীলনের মাধ্যমে কাটিয়েছেন উডস।
×