ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্টে পাল্টাপাল্টি কর্মসূচী

প্রকাশিত: ০৬:০৪, ৯ জানুয়ারি ২০১৫

সুপ্রীমকোর্টে পাল্টাপাল্টি কর্মসূচী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ডাকা চলমান অবরোধের পক্ষে-বিপক্ষে সুপ্রীমকোর্টে পাল্টাপাল্টি কর্মসূচী পালন করেছেন আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে ‘সন্ত্রাস, জঙ্গীবাদ ও আইন-অঙ্গনে নৈরাজ্যের’ প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেন। অন্যদিকে আদালত ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ রাখা এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সমাবেশ করেন বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা। মানববন্ধনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক আব্দুল বাসেত মজুমদার বলেন, গত ২০১৩ সালে জামায়াত-শিবির নৈরাজ্য সৃষ্টি করেছিল। তারপর বর্তমান সরকার গত বছরের ৫ জানুয়ারি নির্বাচন করে দেশে সুষ্ঠু অবস্থা তৈরি করতে সক্ষম হয়েছে। এ নিবার্চন সারাবিশ্বে গ্রহণযোগ্যতা পেয়েছে। ওই নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে বিএনপি-জামায়াত। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ এ নৈরাজ্য হতে দেবে না। সুপ্রীমকোর্টের মতো একটি পবিত্র জায়গায় নৈরাজ্য সৃষ্টি করলে সকল আইনজীবী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবেন বলেও মন্তব্য করেন এই আইনজীবী নেতা।
×