ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিমান এমডির বৈঠক

প্রকাশিত: ০৪:০২, ৯ জানুয়ারি ২০১৫

বিমান এমডির বৈঠক

যোগদানের প্রথমদিনই বিমান নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠকে মিলিত হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিটিশ নাগরিক কায়েল হেয়ূড। বাণিজ্যিক বিমান চলাচল শিল্পে তাঁর ২৮ বছরের কর্ম অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সবাইকে সাথে নিয়ে বিমানকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন তিনি। ১৯৮৬ সালে ব্রিটিশ এয়ারওয়েজে কর্মজীবন শুরু করেন কায়েল হেয়ূড। ব্রিটিশ এয়ারওয়েজে একটানা ১৮ বছর কাজ করার পর তিনি গালফ এয়ার, এতিহাদ, এয়ার এ্যারাবিয়া, নাস এয়ারের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। বিমানে যোগ দেয়ার পূর্বে তিনি এয়ার উগান্ডার প্রধান নির্বাহী হিসেবেও কর্মরত ছিলেন। -বিজ্ঞপ্তি। কমার্স ব্যাংকের ডিএমডি কাজী এ এস এম আনিসুল কবির ১ জানুয়ারি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮৬ সালে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে শিক্ষানবিস কর্মকর্তা পদে ব্যাংকিং পেশা শুরু করেন। -বিজ্ঞপ্তি।
×