ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বগুড়ায় যুবদলের মারপিটে আহত ৫

প্রকাশিত: ০৩:৫৬, ৯ জানুয়ারি ২০১৫

বগুড়ায় যুবদলের মারপিটে আহত ৫

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জেলার শাজাহানপুরে যুবদলের দুই গ্রুপের মধ্যে ধাওয়া ও মারপিট হয়েছে। এ ঘটনায় আবু সাঈদ ও রানাসহ ৫ জন আহত হয়। পুলিশ শটগানের ২ রাউন্ড ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, দুপুরে শাজাহানপুর বাসস্ট্যান্ড এলাকায় অবরোধের পক্ষে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা সমবেত হচ্ছিল। এ সময় সেখানে আসা যুবদল কর্মীদের মধ্যে নূর মাহমুদ ও আবু সাঈদের মধ্যে মারপিট ও ধাওয়া শুরু হয়। পূর্ববিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে এই মারপিট হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। শিক্ষক কর্মচারী ফ্রন্টের ২১ দফা বাস্তবায়ন দাবি রাজশাহীতে সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত, শিক্ষানীতি অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদেরকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমানভাবে বদলিসহ ২১ দফা দাবি জানিয়েছেন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে নগরীর শাহমুখদুম কলেজের শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজশাহী জেলা শিক্ষক কর্মচারী ফ্রন্টের আহ্বায়ক অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা। লিখন সভাপতি মাহি সম্পাদক জাবি প্রেসক্লাবের নির্বাচন জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৪-১৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচন বৃহস্পতিবার আড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি জাহিদ সুলতান লিখন এবং সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম মাহি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি রিজু মোল্লা, যুগ্ম-সম্পাদক তানজিদ বসুনিয়া, কোষাধ্যক্ষ দীপঙ্কর দাস, দফতর সম্পাদক আবদুল্লাহ শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুন কবির। কার্যকরী সদস্যরা হলেনÑ আমিনুল ইসলাম ইসহাক, আল-আমিন হাওলাদার আলো, সোয়াইব আহমেদ তামিম ও শুভ ম-ল। গণপিটুনিতে রূপগঞ্জে ডাকাত নিহত নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৮ জানুয়ারি ॥ গত বুধবার গভীর রাতে রূপগঞ্জে অটোরিক্সা চালকরা ও স্থানীয় এলাকাবাসী ডাকাত সন্দেহে অজ্ঞাতনামা (৩৫) একজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকা থেকে ওই ডাকাতের মৃতদেহ উদ্ধার করা হয়। ডেমরায় বিনামূল্যে চক্ষুসেবা নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, ৮ জানুয়ারি ॥ বৃহস্পতিবার ঢাকার ডেমরার লতিফ বাওয়ানী জুট মিলস্ সিবিএ কার্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। কুমিল্লার বন্ধু উন্নয়ন সংস্থা ও প্রকাসের যৌথ উদ্যোগে বিদেশ ফাউন্ডেশনের (ইউএসএ) অর্থায়নে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থার সহযোগিতায় প্রায় সাড়ে ৩শ’ দুস্থ ও অসহায় রোগীদের বিনামূলে এ চক্ষু চিকিৎসা দেয়া হয়। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা সেনাবিবাসের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. এস. এম. আবুল হাসান ও আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট, চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. মোঃ মোস্তফা কামাল রোগীদের চক্ষু পরীক্ষা করে চিকিৎসা দেন। এ সময় উপস্থিত ছিলেন-বিদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মীর আলী বাপ্পী, বন্ধু উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল ওয়াদুদ। বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত চার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের নারায়ণপুর ও সদর উপজেলার কাউয়ারচর এলাকার বৃহস্পতিবার সকালে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বরিশাল কাস্টমস অফিসের সিপাহী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জন নিহত ও কমপক্ষে ২০জন আহত হয়েছে। গুরুতর আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলাপাড়ায় ট্রলি উল্টে শ্রমিকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, আলীপুর-চাপলী সড়কের মাইটভাঙ্গায় গাছের গুঁড়ি বোঝাই ট্রলি উল্টে শ্রমিক জলিল (২৫) মারা গেছে। এছাড়া গাছের মালিক আব্দুর রহিম, ট্রলি চালক জালালসহ আরও তিনজন আহত হয়েছে।
×