ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ট্যুরিস্ট ভিসায় এজতেমায় আসা ৫শ’ মুসল্লি বেনাপোলে

প্রকাশিত: ০৩:৫৪, ৯ জানুয়ারি ২০১৫

ট্যুরিস্ট ভিসায় এজতেমায় আসা ৫শ’ মুসল্লি বেনাপোলে

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ ট্যুরিস্ট ভিসা নিয়ে বিশ্ব এজতেমায় যোগ দিতে আসা বিদেশী মুসল্লিদের বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে। বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা জারি করেন। এর ফলে বিশ্ব এজতেমায় যোগ দিতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৫শ’ পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্টে আটকা পড়েছেন। ভারতের দিল্লী থেকে আসা পাসপোর্ট যাত্রী আব্দুস সামাদ জানান, তিনি গত ১০ বছর ধরে ট্যুরিস্ট ভিসা নিয়ে বিশ্ব এজতেমায় যোগ দিতে বাংলাদেশে আসছি। এবার প্রথম তিনি দেখছেন ট্যুরিস্ট ভিষায় এজতেমায় আসা যাবে না। বাংলাদেশের ভিসা কর্তৃপক্ষ আগে থেকে এ বিষয়ে সতর্ক করলে আমাদের এই ভোগান্তিটা পেতে হতো না। পুলিশের এক কর্মকর্তা জানান, গত কয়েকদিনে বেনাপোল বর্ডার দিয়ে বিভিন্ন দেশ থেকে প্রায় আড়াই হাজার পাসপোর্ট যাত্রী বিশ্ব এজতেমায় অংশ নিতে বাংলাদেশে এসেছেন। দেশে এখন রাজনৈতিক সহিংসতা থাকার কারণে নাশকতার আশঙ্কায় পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আকতারুজ্জামান বৃহস্পতিবার সকালে বলেন, উর্ধতন কর্মকর্তাদের কাছ থেকে নির্দেশনা আসায় সকাল থেকে ট্যুরিস্ট ভিসায় বিশ্ব এজতেমায় আসা পাসপোর্ট যাত্রীদের ফেরত পাঠানো হচ্ছে। যারা (টিআই) তবলীগ ভিসা নিয়ে বাংলাদেশে আসছেন তাদের ক্ষেত্রে প্রবেশে কোন বাধা নেই বলে জানান তিনি। ডিসিসিসির নিয়োগ পরীক্ষা শনিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আহ্বানকৃত ওয়ার্ড সচিব ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ০২/০১/২০১৫ স্থগিতকৃত লিখিত পরীক্ষা আগামী ১০/০১/২০১৫ ইং তারিখ শনিবার বেলা ১২টায় ঢাকা মহানগর মহিলা কলেজ, সেন্ট্রাল গার্লস কলেজ ও গভঃ মুসলিম হাইস্কুলে অনুষ্ঠিত হবে। -বিজ্ঞপ্তি কুমিল্লায় আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮ নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৮ জানুয়ারি ॥ কুমিল্লার হোমনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষ ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
×