ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

খুলনায় সন্ত্রাসীদের হামলা ভাংচুর গুলিবর্ষণ, আতঙ্ক

প্রকাশিত: ০৩:৫৩, ৯ জানুয়ারি ২০১৫

খুলনায় সন্ত্রাসীদের হামলা ভাংচুর গুলিবর্ষণ, আতঙ্ক

স্টাফ রিপোর্টার খুলনা অফিস ॥ বুধবার রাতে খুলনা মহানগরীর ব্যস্ততম সাতরাস্তা মোড়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সমর্থক দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, পরিবহন কাউন্টারে হামলা, দোকান ভাংচুর, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় বাসের যাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত ইখতেকার হোসেন, পরিতোষ কুমার ও বখতিয়ার আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী এ ঘটনার সময় নগরীতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গেছে, নগরীর রায়পাড়া এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া রাখতে চাননা বাড়িওয়ালা। এনিয়ে আওয়ামী লীগের সমর্থক দুুটি গ্রুপের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে বুধবার দুপুরে নগরীর মিস্ত্রিপাড়া ও পূর্ব বানিয়াখামার এলাকায় একপক্ষ হামলা চালিয়ে কয়েকজনকে রক্তাক্ত জখম ও কয়েকটি দোকান ভাংচুর করে। এ ঘটনারই রেশ ধরে রাত সেয়া ৯টার দিকে সন্ত্রাসীদের মহড়ায় সাতরাস্তা মোড়ের পরিবহন কাউন্টার, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ সময় সন্ত্রাসীরা তিনজনকে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীদের তা-বে এলাকার দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। চৌগাছায় আ’লীগের ৩ নেতা আহত স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, চৌগাছায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কোন্দলে যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ তিন নেতা মারাত্মক আহত হয়েছেন। পুলিশ ও আহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বেশ কিছুদিন ধরে চৌগাছা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মাস্টার (৫৫), স্বরূপদহ ইউপি সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন (৪৫) আওয়ামী লীগ কর্মী আব্দুর রহমান (৪৭) উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হাবিবুর রহমানের চাঁদপুরস্থ গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় এমপি মনিরুল ইসলাম গ্রুপের মমিনের নেতৃত্বে ১০/১২ জন তাদের বেধড়ক মারপিট করলে তারা মারাত্মক আহত হয়।
×