ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

শহীদ মিনার ভাংচুর ও হত্যা মামলার আসামি

লোদীকে ভারপ্রাপ্ত মেয়র মেনে নিচ্ছেন না কাউন্সিলররা

প্রকাশিত: ০৩:৫৩, ৯ জানুয়ারি ২০১৫

লোদীকে ভারপ্রাপ্ত মেয়র মেনে নিচ্ছেন না কাউন্সিলররা

স্টাফ রিপোর্টার সিলেট অফিস ॥ সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র পদ নিয়ে কাউন্সিলরদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে আরিফুল হক চৌধুরীকে বরখাস্ত করে প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদীকে সিলেট সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য বলা হলে এই অসন্তোষের সৃষ্টি হয়। কাউন্সিলররা বিএনপি নেতা প্যানেল মেয়র-১ লোদীকে শহীদ মিনারে হামলা ও হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি আখ্যায়িত করে মেয়র হিসেবে মেনে নিতে রাজি নন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট সিটি করপোরেশন হল রুমে সংবাদ সম্মেলন করে এমন কথাই জানিয়েছেন তাঁরা। কাউন্সিলররা বলছেন, কয়েস লোদীর বিরুদ্ধে আমরা ৩৩ জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছি। এছাড়া তিনি শহীদ মিনার ভাংচুর ও হত্যা মামলার আসামি। সুতরাং তাকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে মেনে নেয়ার প্রশ্নই আসে না। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সিটি করপোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজোয়ান আহমদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান। এ সময় সিটি করপোরেশনের ১৪ কাউন্সিলর উপস্থিত ছিলেন। হবিগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১৫ নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৮ জানুয়ারি ॥ সিগারেট খাওয়া ও বাধা দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ও বিকেলে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। বাসা-বাড়ি- দোকানপাটে হামলা, ভাংচুর এবং পুলিশের টিয়ারশেল এবং গুলিবর্ষণের ঘটনায় পুলিশ-ব্যবসায়ী ও ছাত্রলীগ কর্মীসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। তন্মধ্যে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ শহরের নুরুল আলম (৪০) নামে এক ব্যবসায়ীকে টেঁটাবিদ্ধ অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত অন্যরা পুলিশী গ্রেফতার আতঙ্কে নিরাপদ স্থানে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে। পুলিশ জানায়, ওই দিন দুপুর দেড়টার দিকে বৃন্দাবন সরকারী মহাবিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন পুরাতন জেলা কারাগারে স্থাপিত ‘ছাত্রী হোস্টেল’ ক্যাম্পাসের কেন্টিনে সংশ্লিষ্ট কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম আহ্বায়ক কিবরিয়া এবং সিলেট মেডিক্যাল কলেজ শাখার ছাত্রলীগ নেতা তন্ময়ের মধ্যে সিগারেট খাওয়া ও তাতে বাধা প্রদান নিয়ে বাগ্বিত-ার ঘটনা ঘটে। পরবর্তীতে এ নিয়ে শহরের ওই কলেজ ও বেবিস্ট্যান্ডে এলাকার সড়কের ওপর উভয় পক্ষাবলম্বনকারী ছাত্রলীগ নেতা-কর্মীরা তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ পুলিশ ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের হস্তক্ষেপে শান্ত হয়ে এলেও দুপুর পৌনে ৪টার দিকে একই এলাকায় উভয় পক্ষ ২য় দফায় সংঘর্ষে লিপ্ত হয়।
×