ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সেরেনাকে হারিয়ে বাউচার্ডের চমক

প্রকাশিত: ০৬:২৭, ৮ জানুয়ারি ২০১৫

সেরেনাকে হারিয়ে বাউচার্ডের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চমক দেখালেন কানাডার তরুণ প্রতিভাবান টেনিস তারকা ইউজেনি বাউচার্ড। হপম্যান কাপে মঙ্গলবার বাউচার্ড ৬-২ এবং ৬-১ গেমে পরাজিত করেন আমেরিকান তারকা সেরেনাকে। তবে নতুন বছরের শুরুতেই হারের কারণে হতাশা প্রকাশ করেছেন মহিলা এককে ১৮ গ্র্যান্ডসøামজয়ী সেরেনা উইলিয়ামস। হপম্যান কাপের মাধ্যমে সোমবার নতুন মৌসুমে প্রথমবারের মতো কোর্টে নামেন সেরেনা উইলিয়ামস। সেই ম্যাচে ইতালির ফ্লাভিয়া পেনেত্তাকে হারান তিনি। তবে পেনেত্তার কাছে প্রথম সেটে হেরে গিয়েছিলেন তিনি। এরপরই কৌতুক করে সেরেনা উইলিয়ামস বলেছিলেন মৌসুমের প্রথম ম্যাচে নিজেকে ফিরে পেতে কিছুটা সময় লাগে তার। এ সময় অলৌকিক কফির প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন সেরেনা উইলিয়ামস। আর পরের দিনই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন টেনিসের এই জীবন্ত কিংবদন্তি। আর এই পরাজয়ের পর তাকে লজ্জা দিলেন ইউজেনি বাউচার্ড। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে কানাডিয়ান তারকা বলেন, ‘তার (সেরেনা উইলিয়ামস) মনে হয় আরেকটি কফির প্রয়োজন ছিল।’ বিশ্ব টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে দারুণ উচ্ছ্বসিত বাউচার্ড। এটি তাকে অতিরিক্ত আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করেন তিনি। হার দিয়ে নতুন বছরের শুরু করলেন রাফায়েল নাদাল। দোহায় বছরের প্রথম টুর্নামেন্টে খেলতে নেমেই হোঁচট খেয়েছেন স্পেনের এই টেনিস তারকা। তাও আবার অখ্যাত এক খেলোয়াড়ের কাছে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১২৭তম নম্বরে থাকা মাইকেল বেরের কাছে হেরেছেন সাবেক নাম্বার ওয়ান এই স্প্যানিয়ার্ড। কোর্টের লড়াইয়ে শুরুটা ভালও হয়েছিল তার। তবে শেষ পর্যন্ত তা আর ধরে রাখতে পারেননি রাফায়েল নাদাল। তবে ভুল করেননি বেরের। তাই ১-৬, ৬-৩, ৬-৪ গেমে নাদালকে হারিয়ে প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছেন ৩৪ বছর বয়সী বেরের। এ ইভেন্টে রাফায়েল নাদাল হারলেও জয় পেয়েছেন বিশ্ব র‌্যাঙ্কিংয়ের বর্তমান এক নাম্বার তারকা নোভাক জোকোভিচ। এদিন তিনি ৬-১, ৬-৪ গেমে জয় পেয়েছেন তারই স্বদেশী ডুসান লাজোভিচের বিপক্ষে। পরবর্তী রাউন্ডে নোভাক জোকোভিচ খেলবেন সার্গিই স্টাখোভস্কির বিপক্ষে। গত মৌসুমটা খুব বেশি ভাল কাটেনি জোকোভিচের। তবে শুরুর হতাশা শেষের দিকে কেটে গেছে তার। টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই মৌসুম শেষ করেছেন তিনি। নতুন মৌসুমও নিজেকে মেলে ধরতে চান জোকোভিচ। তাই দোহায় জয় পেয়ে দারুণ আনন্দিত নোভাক জোকোভিচ। তার লক্ষ্য এখন পরের ম্যাচগুলোতেও নিজের সেরাটা ঢেলে দেয়া।
×