ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানুয়ারিতেই দলে ফিরছেন স্টারিজ

প্রকাশিত: ০৬:২৪, ৮ জানুয়ারি ২০১৫

জানুয়ারিতেই দলে ফিরছেন স্টারিজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে এখন রাজত্ব করছে ম্যানচেস্টার সিটি। গত তিন মৌসুমের দুটিতেই লীগ শিরোপা জয়ের উচ্ছ্বাস করেছে তারা। চলতি মৌসুমের শুরুটাও দুর্দান্ত। পয়েন্ট টেবিলের দুইয়ে থেকেই বছর শেষ করে তারা। অনেকেই ধারণা করেছিল নতুন বছরের জানুয়ারিতে শুরু ট্রান্সফার উইন্ডোতে নতুন করে দল গঠন করতে পারে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে অর্থ সংক্রান্ত বিষয়ে সমস্যা দেখা দেয়ায় দল বদলের ব্যাপারে ম্যানচেস্টার সিটি খুব বেশি সক্রিয় ভূমিকা পালন করতে পারবে না বলেই সংশয় প্রকাশ করেছেন ক্লাবটির অভিজ্ঞ কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। আবুধাবি ইউনাইটেড গ্রুপ ক্লাব কিনে নেয়ার পর চলতি বছর বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে ম্যানচেস্টার সিটি। সেইসঙ্গে উয়েফার ফিনান্সিয়াল ফেয়ার প্লে­আইন ভঙ্গ করায় তাদের জরিমানাও পর্যন্ত গুনতে হয়েছে। তাই মৌসুমের মাঝের দলবদলে সিটি তেমন কোন সক্রিয় ভূমিকা রাখতে পারবে না বলে জানিয়েছেন সাবেক মালাগার কোচ পেলেগ্রিনি। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে পেলেগ্রিনি বলেন, ‘আমার মনে হয় না আমাদের এই ব্যাপারে খুব একটা ব্যস্ত থাকতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে আমাদের কিছু সমস্যা রয়েছে।’ গ্রীষ্মকালীন উইন্ডোতে একটি বিষয়ে অবশ্য সিটিজেনরা সফল হয়েছিল। নিউ ইয়র্ক এফসি থেকে ধারে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে তারা দলে ফিরিয়ে আনতে সফল হয়েছে। চিলিয়ান কোচ আশা করছেন ইংল্যান্ডের সাবেক এই ডিফেন্ডার তার প্রাথমিক চুক্তি থেকে বেরিয়ে এসে আরও কিছুদিন দলের সঙ্গে থাকবেন। এর আগে চুক্তি অনুযায়ী চলতি মাসেই ল্যাম্পার্ডের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা ছিল। কিন্তু পেলেগ্রিনির ইচ্ছা এবারের মৌসুমটা অন্তত তিনি দলের সঙ্গে থাকুক। ইনজুরি কাটিয়ে জানুয়ারি মাসেই স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজের মাঠে ফেরার ইঙ্গিত দিলেন লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স। চলতি মাসে শীতকালীন ট্রান্সফার মার্কেটে ক্লাবের স্ট্রাইকার সমস্যারাও সমাধান হবে বলেই স্টারিজের বিশ্বাস। ইংল্যান্ডের হয়ে খেলতে গিয়ে গত আগস্টে ঊরুতে চোট পেয়েছিলেন ড্যানিয়েল স্টারিজ। এরপর থেকেই মাঠের বাইরে অবস্থান করছেন তিনি। দীর্ঘদিন ধরে তার এই অনুপস্থিতির কারণে মার্সিসাইড দলটিতে একজন স্ট্রাইকারের অভাব দারুণভাবে অনুভূত হচ্ছিল। মৌসুমের শুরু থেকে তাই নিজেদের ধারাবাহিকতাও ধরে রাখতে পারেনি অলরেডরা। গ্রীষ্মকালীন ট্রান্সফারে ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লিকে দলে নিলেও প্রিমিয়ার লীগে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়েছে বালোতেল্লি। এছাড়া দলে আসা রিকি ল্যাম্বার্টও দলে জায়গা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন। তবে গতবারের রানার্সআপদের জন্য স্টারিজের এই ফিরে আসাটা কতটা কাজে দেবে তা সময়ই বলে দেবে। এ সম্পর্কে রজার্স বলেন, ‘জানুয়ারির শুরুতেই দলে ফিরবে। আশা করছি হয়ত বা জানুয়ারি মাঝামাঝি থেকে শেষ নাগাদ ম্যাচের জন্য সে পুরোপুরিই প্রস্তুত হয়ে যাবে।’ গত মৌসুমে লীগে দারুণ খেলেছে লিভারপুল। তাই এবারও মিডফিল্ডার রাহিম স্টার্লিংকে মেকশিফট সেন্টার ফরোয়ার্ড ভূমিকায় খেলানোর চেষ্টা করেছেন ব্রেন্ডন রজার্স।
×