ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সব প্রবাসীর হাতে এমআরপি পৌঁছাতে ২৯ ওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত

প্রকাশিত: ০৬:০৫, ৮ জানুয়ারি ২০১৫

সব প্রবাসীর হাতে এমআরপি পৌঁছাতে ২৯ ওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের কাছে নির্ধারিত সময়ের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পৌঁছে দেয়ার লক্ষ্যে ২৯ ওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠা করা হচ্ছে। এসব ওয়ার্ক স্টেশনের মাধ্যমে প্রবাসীদের কাছে দ্রুত পাসপোর্ট পৌঁছে দেয়া হবে। পাশাপাশি আউটসোর্সিং প্রতিষ্ঠানও পাসপোর্ট প্রদানে কাজ করবে। এ ছাড়া চলতি বছরের মধ্যে বিশ্বের সকল প্রবাসী বাংলাদেশীদের কাছে এমআরপি পৌঁছে দেয়া হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশী প্রবাসীদের এমআরপি বিতরণ কার্যক্রমে আরও গতি আনার লক্ষ্যে অতিথি ভবন মেঘনায় এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র সচিব এম শহীদুল হক, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব খন্দকার ইফতেখার হায়দার, পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক, এমআরপি প্রকল্পের পরিচালকসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনের কর্মকর্তারাও এই বৈঠকে যোগ দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশীদের এমআরপি প্রদানের কার্যক্রমে গতি আনতে উচ্চ পর্যায়ের এ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক সূত্র জানায়, বৈঠকে বিভিন্ন দেশে এমআরপি প্রদান কার্যক্রমের সকল দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমআরপি প্রদান দ্রুত করার বিষয়ে উপস্থিত সকল কর্মকর্তা একমত হন। আগামী দু’সপ্তাহের মধ্যে প্রস্তাবিত ওয়ার্ক স্টেশনের মাধ্যমে প্রবাসীদের মাঝে এমআরপি কার্যক্রম পরিচালনা করা হবে। বৈঠকে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে এমআরপি প্রদান কার্যক্রমে সফলতা আনতে হলে বিভিন্ন দূতাবাসে সক্ষমতা বাড়াতে হবে। সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জনবল প্রয়োজন। বিভিন্ন দূতাবাসে জনবল বাড়ানোর উদ্যোগ নেয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া বৈঠকে বলা হয়, প্রবাসীদের কাছে সময়মতো এমআরপি প্রদানের লক্ষ্যে সরকার যে ওয়ার্ক স্টেশন প্রতিষ্ঠা করবে, সেখানে পর্যাপ্ত প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। আগামী দু’সপ্তাহের মধ্যে এসব ওয়ার্ক স্টেশন চালু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ওয়ার্ক স্টেশন চালুর বিষয়ে পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে একযোগে কাজ করবে। বৈঠক সূত্র জানায়, এমআরপি প্রদানের লক্ষ্যে দূতাবাস এসব ওয়ার্ক স্টেশনের মাধ্যমে কাজ করবে। এর পাশাপাশি যেসব দেশে এমআরপি প্রদানের লক্ষ্যে সরকার থেকে ইতোমধ্যেই আউটসোর্সিং প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে, সে সব প্রতিষ্ঠানও তাদের কার্যক্রম চালিয়ে যাবে।
×