ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর গ্রেফতার

প্রকাশিত: ০৫:৪৯, ৮ জানুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর গ্রেফতার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ গত ৫ জানুয়ারি সোমবার বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ২১ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার ও ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদকে ঢাকার রমনা থানা এলাকা থেকে গ্রেফতার করে নারায়ণগঞ্জে নিয়ে আসে পুলিশ। তারা দুজনেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বন্দর থানার ওসি নজরুল ইসলাম জানান, সোমবারের ঘটনায় পুলিশের ওপর হামলা, পুলিশের গাড়িতে আগুন দেয়া ও ভাংচুরের ঘটনায় পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার আইনে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, সাবেক সংসদ সদস্য আবুল কালামের ছেলে, ছাত্রদল নেতা আবুল কাউসার আশা, গ্রেফতার দুই কাউন্সিলরসহ ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫৬০ জনের বিরুদ্ধে মঙ্গলবার বন্দর থানায় মামলা দায়ের করে। গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা থেকে এই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
×