ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

যশোরে তিন বাসে আগুন

তরিকুলসহ বিএনপি জামায়াতের দেড় শ’ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৫:৩৫, ৮ জানুয়ারি ২০১৫

তরিকুলসহ বিএনপি জামায়াতের দেড় শ’ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামসহ ৪৯ জনের নাম উল্লেখ করে দেড় শ’ জনের নামে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বাদী হয়ে বুধবার সন্ধ্যায় এ মামলা দায়ের করেন। মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার জেলায় সকাল সন্ধ্যা-হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, মঙ্গলবার রাত ও বুধবার ভোরে তিনটি দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপি-জামায়াতের ৪৯ জনের নাম উল্লেখ করে দেড় শ’ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। মামলার অন্যতম আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, যশোর পৌরসভার মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, তরিকুল ইসলামের ছেলে জেলা বিএনপি সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুর রশিদ, জেলা বিএনপি সহসভাপতি গোলাম রেজা দুলু, জেলা ছাত্রদল সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা যুবদল সভাপতি এহসানুল হক মুন্না। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের নেতৃত্বে বিএনপি যশোরে শান্তিপূর্ণ রাজনীতি করে। বর্তমান স্বৈরাচারী সরকার সারাদেশে ভিন্নমত দমনে মাঠে নেমেছে। তারই অংশ হিসেবে যশোরে বিএনপি নেতাকর্মীদের নামে বাস পোড়ানোর মিথ্যা মামলা দেয়া হয়েছে। সন্ধ্যায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সাবেরুল হক সাবু জানান, মামলার প্রতিবাদে বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। প্রসঙ্গত, মঙ্গলবার রাত ৯টায় শহরের ঢাকা রোডের ওপর দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। বুধবার ভোরে শহরের খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় দুটি বাসে আগুন দেয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা ট্রাক চালক মুরাদ দগ্ধ হয়েছে।
×