ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা ॥ জুয়েলারিতে লুট

প্রকাশিত: ০৪:৫৬, ৮ জানুয়ারি ২০১৫

লক্ষ্মীপুরে পুলিশ ক্যাম্পে সন্ত্রাসী হামলা ॥ জুয়েলারিতে লুট

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৭ জানুয়ারি ॥ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামে অস্থায়ী পুলিশ ক্যাম্পে সন্ত্রাসীরা ককটেল হামলা ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুরে বিএনপি সমর্থিত শীর্ষ সন্ত্রাসী বাহিনী প্রধান জিসান ও তার লোকজন অতর্কিত এ হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ককটেল হামলায় ক্যাম্পের এএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মোঃ ছিদ্দিক আহত হয়। তাদের হাতে পা শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতার করতে ওই গ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় বুধবার সকাল পর্যন্ত লক্ষ্মীপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোঃ নাসিম মিয়ার নেতৃত্বে অভিযান চলে। এদিকে একই সময়ে সদর উপজেলার বশিকপুর বাজারে স্বর্ণের দোকানে ডাকাতিকালে পুলিশের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়েছে। এ সময় ডাকাতেরা প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ দশ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে দাবি করেছে, ভুক্তভোগী ব্যবসায়ীরা। এলাকার অপর সন্ত্রাসী লাদেন মাছুম সন্ত্রাসী বাহিনী এ ঘটনা চালিয়েছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে। পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, অস্থাীয় পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে জিসান ও তার বাহিনীর সন্ত্রাসীরা পুলিশের ওপর ককটেল হামলা চালিয়েছে। অপরদিকে বসিকপুরে স্বর্ণের দোকান ডাকাতিসহ দুটি পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। দুটি ঘটনায় এ পর্যন্ত পুলিশ ইলিয়াস নামে একজনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। রাজশাহীতে মামলা ॥ গ্রেফতার ২৩ স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, নগরীর শাহমখদুম থানার মোড়ে অস্ত্র কেড়ে নিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি ও জামায়াত শিবিরের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে পুলিশ বাদী হয়ে শাহমখদুম থানায় মামলাটি দায়ের করে। এদিকে, মঙ্গলবার রাত থেকে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার ইফতে খায়ের আলম। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
×